E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৮টি মোটরসাইকেল ও দোকানপাট ভাংচুর

মাদারীপুরে আ. লীগের দুই গ্রুপে সংঘর্ষ : ৩ পুলিশসহ আহত ১৫ 

২০২১ জুন ১২ ১৭:৫২:৪৬
মাদারীপুরে আ. লীগের দুই গ্রুপে সংঘর্ষ : ৩ পুলিশসহ আহত ১৫ 

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে একই স্থানে পক্ষে-বিপক্ষে মানববন্ধন করাকে কেন্দ্র করে শনিবার সকালে আওয়ামীলীগের দুই গ্রুপের মধ্যে প্রথমে ধাওয়া-পাল্টা ধাওয়া পরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন সাংবাদিক, ৩ জন পুলিশসহ আহত হয় ১৫ জন। এই ঘটনায় ৮টি মোটরসাইকেল, বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যাংকের জানালার কাচ ভাংচুর করা হয়।

স্থানীয়, পুলিশ, আহতসহ একাধিক সূত্রে জানা গেছে, সাবেক নৌপরিবহণমন্ত্রী, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খানের বাবা বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি, মৌলভী আছমত আলী খানকে নিয়ে মাদারীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লার কটুক্তিমূলক বক্তব্য দেয়ার প্রতিবাদে মাদারীপুরে বেশ কিছুদিন ধরে নানা প্রতিবাদমূলক কর্মসূচি পালন করে আসছে। আওয়ামীলীগের শাজাহান খান গ্রুপের নেতা কর্মীরা এই প্রতিবাদ সভা ও মানববন্ধন করে আসছে।

এরই ধারাবাহিকতায় শনিবার সকাল ১০টার সময় মৌলভী আছমত আলী খানকে নিয়ে কটুক্তিকারী মাদারীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লার পদত্যাগের দাবিতে শাজাহান খান গ্রুপ ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কলাবাড়ি স্ট্যান্ডে একটি মানববন্ধনের আয়োজন করেন।
অপরদিকে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম ও মাদারীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা গ্রুপের সমর্থকরা একই সময় মানববন্ধন করতে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

এক পর্যায় দুই গ্রুপের মধ্যে প্রথমে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে সংর্ঘষের ঘটনা ঘটে। এ সময় পাশর্^বর্তী ঘটকচর স্ট্যান্ডে ৮টি মোটর সাইকেল ভাংচুর করা হয়। সেই সাথে কিছু ব্যবসা প্রতিষ্ঠান ও কৃষি ব্যাংকসহ কয়েকটি অফিসের জানালার কাচ ভাংচুর করে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৩ পুলিশ, এক সাংবাদিকসহ আহত হয় ১৫ জন। এসময় প্রায় আধা ঘন্টা মহাসড়কের যান চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. এহসানুল রহমান ভুইয়া জানান, আওয়ামীলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে তিন পুলিশ সদস্য আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে পুলিশ লাঠিচার্জ করে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোন পক্ষ থানায় অভিযোগ দায়ের করেনি। কেউ অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা নিব।

মাদারীপুর জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক বলেন, শেখ হাসিনার কারামুক্তি উপলক্ষ্যে কেন্দুয়া আওয়ামীলীগের উদ্যোগে রাস্তার পাশে মানববন্ধন চলছিল। এসময় শাজাহান খানের সমর্থকরা আমাদের ওপর হামলা চালায়।

মাদারীপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান রুবেল খান বলেন, মরহুম মৌলভী আছমত আলী খান জেলার সকলের শ্রদ্ধেয় ব্যক্তি। তিনি জেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক এমপি ও মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। তাকে স্বাধীনতা পদক দিয়েছেন আমাদের সফল প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা। সেই পদক নিয়ে জেলা আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা কটূক্তি করে বক্তব্য দিয়েছেন। এতে করে শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা তার বক্তব্যের মাধ্যমে শুধু আছমত আলী খানকে নয় বরং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও অসম্মান করে প্রশ্ন বিদ্ধ করেছেন। এখনও সময় আছে শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমা চান তা হলে সব সমস্যার সমাধান হয়ে যায়।

তিনি আরো বলেন, আমরা যেখানে প্রতিবাদ সভা বা মানববন্ধন করছি, সেখানে তিনি লোক পাঠিয়ে হামলা করছেন। শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লার গ্রুপের মানববন্ধন ছিল আজ (শনিবার) সকাল ৮ টা থেকে ৯টা। আর আমাদের সময় সকাল ১০ টা থেকে ১১ টা। অথচ ১০টার পরে আমরা মানববন্ধন করলে শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লার সমর্থকরা আমাদের ওপর হামলা চালায়।

(এ/এসপি/জুন ১২, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test