Occasion Banner
E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Technomedia Limited
Mobile Version

ঝিনাইদহে একদিনে করোনায় আক্রান্ত ৫১ জন

২০২১ জুন ১৩ ১৮:৪০:২৪
ঝিনাইদহে একদিনে করোনায় আক্রান্ত ৫১ জন

ঝিনাইদহ প্রতিনিধি : হঠাৎ করেই করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে ঝিনাইদহে। হাসপাতালে আইসিইউ না থাকায় দেখা দিয়েছে বড় ধরনের সমস্যা। এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন চিকিৎসকরাও।

গত ২৪ ঘণ্টায় ৫১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আর মারা গেছে ১ জন। চলতি বছরে প্রথম থেকে ঝিনাইদহে করোনা আক্রান্তের হার কম থাকলেও হঠাৎ করে তা বেড়ে গেছে।

ঝিনাইদহ সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, রোববার(১২ জুন) সকালে কুষ্টিয়া ও ঝিনাইদহ ল্যাব থেকে ১১৩টি নমুনা পরীক্ষার ফলাফলের মধ্যে ৫১ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে ঝিনাইদহে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৯৬ জন। আর মোট মৃত্যু হয়েছে ৫৮ জনের।

এদিকে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালগুলোতে করোনা আক্রান্ত রোগীর চাপ বাড়তে শুরু করেছে। হাসপাতালের আইসিইউ না থাকায় রোগীদের অবস্থা খারাপ হলে পাঠিয়ে দেয়া হচ্ছে বিভিন্ন স্থানে। এসব রোগী অনেকে আবার আইসিইউ না পেয়ে মারাও যাচ্ছেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. লিমন পারভেজ জানান, পরিস্থিতি আবার খারাপের দিকে যাচ্ছে। আমরা নিজেরাই নতুন পরিস্থিতিতে হতভম্ব। এটা যে টিকা আসার পর মানুষ গাছাড়া দিয়েছে শুধু সেই কারণেই হচ্ছে তা আমার মনে হয় না।

তিনি মনে করেন, করোনার নতুন কোনো ধরনের বিস্তার ঘটছে। সেটি হতে পারে বাইরে থেকে এসেছে অথবা বিদ্যমান ভাইরাসই নিজেকে বদলে আরো শক্তিশালী হয়েছে।

বর্তমানে করোনায় ৩০ থেকে ৩৫ বছরের মানুষ মারা যাচ্ছেন। তিনি সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে বলেন, আমাদের সামাজিক দূরত্ব অবশ্যই বজায় রাখতে হবে। টিকার কারণে গাছাড়া দিলে হবে না। অবশ্যই আমাদের মাস্ক ব্যবহার করতে হবে।

(একে/এসপি/জুন ১৩, ২০২১)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২১

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test