E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুড়িগ্রামে ঘর পাচ্ছেন ৯০ গৃহহীন পরিবার  

২০২১ জুন ১৩ ২২:৪৮:৪১
কুড়িগ্রামে ঘর পাচ্ছেন ৯০ গৃহহীন পরিবার  

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামে সারাদেশের ন্যায় আশ্রয়ণ প্রকল্পের-২ আওতায় ২য় দফা গৃহহীনরা পাচ্ছে তাদের নবনির্মিত ঘর। রোববার (১৩ জুন) সকালে ২০২০-২১অর্থ বছরের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের পুনর্বাসনের জন্য সদর উপজেলা প্রশাসন কর্তৃক নির্মাণাধীন ঘরের অগ্রগতি পরিদর্শন করেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল ওহাব ভুঁইয়া। 

জেলা শহরের ধরলা নদীর সন্নিকটে ৮দশমিক ২৫ একর জমির উপর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৯০টি গৃহ নির্মিত হচ্ছে। ঘরের প্রতিটি কাজ কিভাবে সম্পন্ন করা হয়েছে তা কমিশনার ঘুরে ঘুরে দেখেন। আগামী ২০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রকল্পের আওতায় ২য় দফা সারাদেশে নির্মিত এ ঘরগুলো উদ্বোধন করবেন।

এসময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ জাকির হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াছমিন, পৌর মেয়র কাজিউল ইসলাম, যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী সরকার, কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি অ্যাডঃ আহসান হাবীব নীলু উপস্থিত ছিলেন।

(পিএস/এসপি/জুন ১৩, ২০২১)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test