E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বিভাজনের চেষ্টায় আমরা বিস্মিত’ 

২০২১ জুন ১৪ ১৫:৫২:৪২
‘বিভাজনের চেষ্টায় আমরা বিস্মিত’ 

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : চলতি মাসের ৬ জুন জাতীয় সংসদে সম্পূরক বাজেট বক্তৃতায় নিজের নির্বাচনী এলাকায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৩৫৮ একর ভূমি রয়েছে দাবি করে সেখানে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রস্তাব করেন মৌলভীবাজার (কমলগঞ্জ - শ্রীমঙ্গল) সংসদীয় আসনের সংসদ সদস্য ও সাবেক চীপ হুইপ ড. উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি। এর পরই বিষয়টি নিয়ে পুরো জেলা জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সোস্যাল মিডিয়ায় কয়েকদিন যাবত এনিয়ে অনেককেই ট্রলসহ নানা আলোচনা সমালোচনা চালিয়ে আসছেন। 

এরই প্রেক্ষিতে জেলা সদরে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে দেশ ও প্রবাশে দীর্ঘদিন যাবত আন্দোলন চালিয়ে যাওয়া জেলার সামাজিক সংগঠনগুলো নিজেদের প্রতিক্রিয়া ও অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলন করেছে।

সোমবার (১৪ জুন) সকালে ১১টার দিকে মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ চাই দাবিতে আন্দোলনরত সামাজিক সংগঠন গুলোর ব্যানারে মৌলভীবাজার প্রেসক্লাবে জনাকির্ণ এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরে সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সহ-সভাপতি এম মুহিবুর রহমান মুহিব বলেন, সাম্প্রতিক সময়ে মৌলভীবাজার (কমলগঞ্জ - শ্রীমঙ্গল) সংসদীয় আসনের সংসদ সদস্য সাবেক চীপ হুইপ ড. উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি তার নির্বাচনী এলাকায় অর্থাৎ কমলগঞ্জ মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য দাবি জানান, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবিষয়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আমরা তার বক্তব্যে বিস্মিত হয়েছি। আমরা মনে করি, ২৫লক্ষ মানুষের প্রাণের দাবি মৌলভীবাজার সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা। ২০১৭ সাল থেকে আন্দোলন করে আসছি আমরা, এ দাবিতে আমাদের আন্দোলনও চলমান।

লিখিত বক্তব্যে তিনি জানান, মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে দেশে ও প্রবাসে গোলটেবিল বৈঠক, সেমিনার, সিম্পোজিয়াম, আলোচনা সভা,স্মারকলিপি প্রদান,জেলাব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি,মানববন্ধনসহ আমাদের কর্মসূচি চলমান। যদিও কোভিড-১৯ এর কারণে আমাদের আন্দোলন কিছুটা স্থবির তারপরও নানা স্থানে লিখিত ও মৌখিক ধরনা দিচ্ছি আমরা।

আমরা মনে করি, এখানে বিভাজনের কোন সুযোগ নেই। আমাদের স্থানীয় সংসদ সদস্য নেছার আহমদ তার এক বক্তব্যে দৃঢ়ভাবে মৌলভীবাজার সদরেই মেডিকেল কলেজ প্রতিষ্ঠার যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে আমরা সবাই ঐক্যমত পোষণ করছি। পাশাপাশি আমরা তার এই বক্তব্যে আশ্বস্থ হতে চাই। আমরা আশা করছি, আমাদের জেলার দায়িত্বপ্রাপ্ত বন-পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী আলহাজ্ব শাহাবুদ্দিন আহমদ সহ অন্যান্য সংসদ সদস্যবৃন্দ সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক সহ আমরা সকলে মিলেই জেলা সদরেই মেডিকেল কলেজ প্রতিষ্ঠার এই যৌক্তিক আন্দোলন চালিয়ে যাব।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের প্রধান উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক ডা. ছাদিক আহমেদ। এসময় বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

(একে/এসপি/জুন ১৪, ২০২১)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test