E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অপহরণের ৪ মাস পর মোহনাকে উদ্ধার করল পিবিআই

২০২১ জুন ১৪ ২৩:১৮:২৯
অপহরণের ৪ মাস পর মোহনাকে উদ্ধার করল পিবিআই

মোঃ শান্ত (নারায়ণগঞ্জ সদর) : জাকিয়া সুলতানা মোহনা (২২) নারায়গঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইলোগেট নিকটস্থ কলাবাগ এলাকার  মমিন আলীর মেয়ে। গত ১৩ জুন সন্ধ্যা ৭ টায়  ঢাকা মহানগরীর খিলগাঁও থানাধীন খিলগাঁও চৌরাস্তা কুমিল্লা হোটেল সংলগ্ন একটি বাসা থেকে পিবিআই নারায়নগঞ্জ জেলার একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে উদ্ধার করে।

উল্লেখ্য, ৬ ফেব্রুয়ারি তানজিনা আক্তার তমা (২৩) ও শ্রাবনী আক্তার আলভী (২০) ভিকটিমকে অপহরণ করেছিল। এ মর্মে বাদীনি মামলার আরজি উল্লেখ করে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নারায়ণগঞ্জে কোর্ট পিটিশন মামলা নং- ২৮/২১, ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/০৩) এর ০৭/৩০ রুজু করেন।

বিজ্ঞ আদালত মামলাটি তদন্তভার পিবিআই নারায়ণগঞ্জ জেলাকে প্রদান করলে, পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম (পিপিএম) মামলাটির ভিকটিম উদ্ধারের বিষয়টিকে অধিক গুরুত্ব দিয়ে মামলার তদন্তকারি কর্মকর্তা হিসেবে এসআই (নিঃ) টিপু সুলতাকে মনোনয়ন করলে গত ০৩ জুন পিবিআই হেডকোয়ার্টর্স মাধ্যমে তদন্তকারি কর্মকর্তা নিয়োগ করা হয়। তিনি মামলার তদন্তভার গ্রহন করে ভিকটিম জাকিয়া সুলতানা মোহনা (২২) কে উদ্ধারের লক্ষ্যে পিবিআই এর চৌকস একটি টিম সহ নারায়নগঞ্জ জেলা সহ নরসিংদী জেলা ও ঢাকা মহানগরীর বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেন।

পরে মামলার নিয়োজিত গুপ্তচর ও আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে সংবাদ পাওয়া যায় মোহনা ঢাকা মহানগরীর খিলগাঁও থানাধীন খিলগাঁও চৌরাস্তা কুমিল্লা হোটেল সংলগ্ন একটি বাসায় অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার, পিবিআই নারায়নগঞ্জ জেলা মোহাম্মদ মনিরুল ইসলাম (পিপিএম), এর তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় তদন্তকারি কর্মকর্তা এসআই টিপু সুলতানের নেতৃত্বে ভিকটিম জাকিয়া সুলতানা মোহনা (২২) কে গত ১৩ জুন সন্ধ্যা উদ্ধার করে। ভিকটিম বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ কাওসার আলম এর আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/০৩) এর ২২ ধারা মোতাবেক জবানবন্দি প্রদান শেষে ভিকটিমকে বিজ্ঞ আদালতের নিদের্শে ভিকটিমের মায়ের জিম্মায় প্রদান করা হয়েছে।

(এস/এসপি/জুন ১৪, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test