Occasion Banner
E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Technomedia Limited
Mobile Version

সালথায় জাকের পার্টির কর্মী সভা অনুষ্ঠিত

২০২১ জুন ১৫ ১৭:৪৮:১৯
সালথায় জাকের পার্টির কর্মী সভা অনুষ্ঠিত

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) : বিশ্বওলী খাজাবাবা শাহসুফি ফরিদপুরী (কুঃছেঃআঃ) হুজুর কেবলাজানের উত্তসুরী জাকের পার্টির চেয়ারম্যান আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী সাহেবের নির্দেশে ফরিদপুরের সালথা উপজেলা জাকের পার্টির সু-সংগঠিত করার লক্ষে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকাল ৫টায় উপজেলা সদরের কাউলিকান্দা স্কুলে এ কর্মীর সভার আয়োজন করেন উপজেলা জাকের পার্টি।

উপজেলা জাকের পার্টির সভাপতি মোঃ সরোয়ার হোসেন বাচ্চু মিয়ার সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জাকের পার্টির সভাপতি মোঃ মশিউর রহমান জাদু মিয়া। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জাকের পার্টির সহসভাপতি আঃ মান্নান মাস্টার, সাধারণ সম্পাদক সাহিদ আলী সিকদার, উপজেলা ওলামাফ্রন্টের সভাপতি নুরুনদ্দীন মোল্যা, সাংগঠণিক সম্পাদক সোনা মিয়া, উপজেলা ছাত্রফ্রন্টের সভাপতি শাহরিয়ার জুয়েল, সকল ইউনিয়নের সভাপতি-সম্পাদক সহ উপজেলা যুবফ্রন্ট, ছাত্রফ্রন্টের নেতাকর্মীবৃন্দ।

কর্মী সভায় জাদু মিয়া বলেন, জাকের পার্টি বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী কেবলাজান হুজুরের পার্টি। আলহাজ্ব মেজ-ভাইজান মুজাদ্দেদী এই পার্টির চেয়ারম্যান। আমরা জাকের পার্টির কর্মী হতে পেরে নিজেকে ধন্য মনে করি। যত বড় বিপদ আসুক না কেন, আমরা জাকের পার্টির পতাকা তলে মজবুত থাকবো। সকল বিপদ আপদ থেকে বাঁচতে সবাইকে জাকের পার্টির পতাকা তলে থাকার আহব্বান জানান তিঁনি।

(এন/এসপি/জুন ১৫, ২০২১)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২১

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test