E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ফেনীতে একসঙ্গে ৪ কন্যাসন্তানের জন্ম দিলেন গৃহবধূ সালমা 

২০২১ জুন ১৫ ১৭:৫৪:৫৯
ফেনীতে একসঙ্গে ৪ কন্যাসন্তানের জন্ম দিলেন গৃহবধূ সালমা 

নূরুল আমিন খোকন, ফেনী : ফেনীতে সালমা আক্তার (২৪) নামের এক গৃহবধূ একসঙ্গে ৪ কন্যাসন্তানের জন্ম দিয়েছেন।

সোমবার (১৪ জুন) বিকেল ৪ টায় ফেনী শহরের পশ্চিম ডাক্তারপাড়ার একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি ৪টি কন্যাসন্তানের জন্ম দেন।

ওই গৃহবধূ ফেনীর ফুলগাজী উপজেলার জিএম হাট ইউনিয়নের শরিফপুর গ্রামের প্রবাসী মোঃ আলম পাটোয়ারীর স্ত্রী।
সালমা আক্তারের দেবর মোঃ আনোয়ার হোসেন পাটোয়ারী জানান, তাঁরা এর আগে দুজন সন্তানের কথা চিকিৎসক ও আলট্রাসনোগ্রাফির মাধ্যমে নিশ্চিত হয়েছিলেন।

সোমবার দুপুরের দিকে তাঁর ভাবির প্রসবব্যথা শুরু হলে তাঁকে ফেনী শহরের হায়দার ক্লিনিকে নিয়ে যাওয়া হয়, ক্লিনিকে কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থা দেখেই অস্ত্রোপচারের পরামর্শ দেন। বিকেল চারটার দিকে চিকিৎসক তাহমিনা সুলতানা নিলু অস্ত্রোপচারের মাধ্যমে চারটি নবজাতকে বের করে আনেন।

আনোয়ার আরও জানান, 'এর আগে ভাই-ভাবির ৪ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। একসঙ্গে ৪টি কন্যাসন্তান পেয়ে আমাদের পরিবারের সবাই খুব খুশি হয়েছে, আমাদের যৌথ পরিবারে ৪ সন্তানের লালন পালনে কোনো সমস্যা হবে না।’

হায়দার ক্লিনিকের ব্যবস্থাপক নুরুল আফসার ফোরকান বলেন, ওই গৃহবধূর চার সন্তান জন্ম দেওয়ার খবরটি শোনার পর স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণির মানুষ হাসপাতালে ভিড় জমাচ্ছেন। আমরা নবজাতক ও তাদের মাকে একটি কেবিনে থাকার ব্যবস্থা করে দিয়েছি।

অস্ত্রোপচারের দায়িত্বে থাকা চিকিৎসক তাহমিনা সুলতানা নিলু বলেন, ওই গৃহবধূ এবং তাঁর চার নবজাতককে প্রাথমিকভাবে সুস্থ দেখা যাচ্ছে। তাদের আরও পর্যবেক্ষণ শেষে ক্লিনিক থেকে ছাড়া হবে।

(ওএস/এসপি/জুন ১৫, ২০২১)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test