E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আশুলিয়ায় চাচাকে ফাঁসাতে গিয়ে অস্ত্রসহ দুই ভাতিজা আটক 

২০২১ জুন ১৫ ১৯:২০:০৭
আশুলিয়ায় চাচাকে ফাঁসাতে গিয়ে অস্ত্রসহ দুই ভাতিজা আটক 

তপু ঘোষাল, সাভার : ঢাকা জেলার সাভারের আশুলিয়ায় অবৈধ অস্ত্র দিয়ে আপন চাচাকে ফাঁসানোর চেষ্টার অভিযোগে ইউনিয়ন ছাত্রলীগ নেতা ও তার ভাইকে আটক করেছে র‌্যাব।

সোমবার রাত আড়াইটার দিকে শিমুলিয়ার রণস্থল এলাকার নজরুল ইসলামের বাড়ি থেকে ইউনিয়ন ছাত্রলীগ নেতা রবি ও তার চাচাতো ভাই জনিকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেন র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী।

ভুক্তভোগী নজরুল ইসলাম বলেন, ‘‘রাত নয়টা-সাড়ে নয়টার দিকে আমার বাড়ির আশপাশে রবি, জনিসহ কয়েকজন আনাগোনা করছে আর বলছে, ‘পামুনে আইজকা’। পরে রাত সাড়ে ১২টারদিকে ১০-১২ জন র‌্যাব আইসা আমার বাড়ির চারমোড়া ঘেরাও করে দরজা খুলতে বলে। আমি দরজা খুলি নাই আগে। এরকম আগেও রবি মদ খাইয়া আমার দরজায় লাথি দিছে। ভয় পাইলাম, আসলে ওরাই না কি কে? একপর্যায়ে দরজা খুললে র‌্যাব বলল, আপনি দেরি করলেন কেন? দরজা খুললেন না কেন? বললাম, স্যার আমি তো আতঙ্কে আছি। মদ খাইয়া এরকম মাঝে-মইদ্দে আমার দরজায় লাথি মারে’’।

‘পরে কয়, ইনফরমেশন আছে আপনার রুম চেক করুম, এখানে মাদক ও অস্ত্র আছে। সব দেখে নিচে গেছে পরে রবি আর জনি র‌্যাবেরে কয়, গ্যারেজ চেক করেন স্যার। পরে র‌্যাব গ্যারেজের ভিতরে থাকা লাকড়ির বস্তাটস্তা বাইরাইয়া দেখে যে পিস্তল আর দুই রাউন্ড গুলি। এক পর্যায়ে রাত সাড়ে ৩ টার দিকে গ্যারেজের সামনে থাইকা অগো ধইরা নিয়া গেছে। এদের মধ্যে জনির নামে মাদক ব্যবসার মামলা আছে’।

তিনি আরো বলেন, ‘রবি আর জনি চাচাতো ভাই। রবি আমার বড় ভাইয়ের ছেলে আর জনি চাচাতো ভাইয়ের ছেলে। রবি আমার বড় মেয়েকে বিয়ে করতে চাইছিল। আমি রাজি না হওয়ায় নানাভাবে আমাকে হয়রানি করতে থাকে। সোমবার সন্ধ্যায়ও বাড়িতে এসে আমাকে দেখে নেয়ার হুমকি দেয় রবি ও জনি। এর আগেও ওরা মদ খেয়ে মাতাল হয়ে চাইনিজ কুড়াল নিয়া দিনদুপুরে মারবার জন্য আইছিল’।

অভিযোগ ও আটকের সত্যতা জানতে শিমুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম রবির ফোনে কল করা হলে তার নাম্বার বন্ধ পাওয়া গেছে।

ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। যদি এরকম কোনো ঘটনা হয়ে থাকে তাহলে অবশ্যই দোষীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে’।

র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী বলেন, ‘শিমুলিয়া থেকে অস্ত্রসহ দুজনকে আটক করা হয়েছে। প্রকৃতপক্ষে কে জড়িত সেটা জানার চেষ্টা চলছে’।

(টিজি/এসপি/জুন ১৫, ২০২১)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test