E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শাহজাদপুরে একটি ষাড়ের তাণ্ডবে আহত ৩

২০১৪ সেপ্টেম্বর ০৩ ১৪:৪৮:১২
শাহজাদপুরে একটি ষাড়ের তাণ্ডবে আহত ৩

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : শাহজাদপুর দিলরুবা বাসস্ট্যান্ডের কাছে অবস্থিত পিডিবি’র ১৩২/৩৩ কেভি পাওয়ার গ্রিড এলাকায় হঠাৎ করে একটি ষাড় গরু প্রধান ফটক ভেঙ্গে ভিতরে ঢুকে প্রায় ৮ ঘন্টা তাণ্ডব চালায়। এ ঘটনায় ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত ৮টার দিকে শাহজাদপুর পৌর এলাকার দ্বাড়িয়াপুরের পলাশ নামে এক গরু ব্যবসায়ী বেড়া গরু হাট থেকে কয়েকটি ষাড় গরু কিনে নিয়ে আসে। এ গরুগুলো দিলরুবা বাসস্ট্যান্ডের কাছে নছিমন গাড়ী থেকে নামানোর সময় একটি ষাড় গরু ছুটে গিয়ে ক্ষিপ্ত হয়ে পিডিবি’র ১৩২/৩৩ কেভি পাওয়ার গ্রিডের প্রধান ফটক শিং দিয়ে ধাক্কা মেরে দুরে ছিটকে ফেলে ভিতরে প্রবেশ করে তাণ্ডব চালায়। এ সময় ভিতরে দায়িত্বরত আনসার সদস্য শরীফুল, আমিরুল ও বহিরাগত পাশের গ্রামের আব্দুল মাজেদের ছেলে সাইফুল ষাড় গরুটিকে পাকড়াও করতে গেলে এদেরকে গরুটি আহত করে। আহতদের মধ্যে সাইফুলের অবস্থা গুরুতর। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ও স্থানীয় লোকজন প্রায় ৮ ঘন্টা চেষ্টা চালিয়ে রাত আনুমানিক ৪ টার দিকে কয়েকজন দক্ষ রাখালের সহযোগিতায় গরুটিকে ধরে ফেলা হয়। এ সময় পাওয়ার গ্রিডের মধ্যে আবাসিক এলাকায় বসবাসরত মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

(এআরপি/এএস/সেপ্টম্বর ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test