E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সোনাগাজীতে সমবায়ের একদিনের ভ্রাম্যমান প্রশিক্ষণ কোর্স

২০২১ জুন ১৬ ১৮:৩৪:৫৬
সোনাগাজীতে সমবায়ের একদিনের ভ্রাম্যমান প্রশিক্ষণ কোর্স

ফেনী প্রতিনিধি : ফেনীর সোনাগাজীতে উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে একদিনের ভ্রাম্যমাণ (রাজস্ব) প্রশিক্ষণ কোর্স বুধবার (১৬ জুন) সকাল ১১টায় সোনাগাজী উপজেলা ভিডিও কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় অফিসার মোঃ ওবাইদুল হকের সভাপতিত্বে ও জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক মোঃ ইকবাল ভূঁইয়ার সঞ্চালনায় প্রশিক্ষণ কোর্স উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম জহিরুল হায়াত।

অতিথি বক্তা হিসেবে বক্তব্য দেন সোনাগাজী উপজেলা মৎস্য কর্মকর্তা তুর্য সাহা, উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক আ.ন.ম তৌহিদুর রহমান, সহকারী প্রশিক্ষক ও জেলা সমবায় কার্যালয়ের এরফানুল হক প্রমুখ।

প্রশিক্ষণে সোনাগাজী উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি সম্পাদক সহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে নারীর ক্ষমতায়ন, উৎপাদনমুখী সমিতির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত বর্তমান সরকারের এসডিজি অর্জনে সমবায়ের ভুমিকা বিষয়ক আলোচনা করেন- অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম জহিরুল হায়াত।

উৎপাদনমুখী সমবায় সমিতি গঠনের উদ্দেশ্য ও তাৎপর্য বিষয়ক আলোচনা, সমিতির ব্যবস্থাপনা, হিসাব হালনাগাদ করণ, সমবায়ের মাধ্যমে মৎস্য চাষ, মৎস্য চাষে সফলতার কৌশল সহ বিবিধ বিষয়ে আলোচনা করেন অনুষ্ঠানের প্রশিক্ষক ও উপস্থিত অতিথিগণ।

(এনকে/এসপি/জুন ১৬, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test