E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘ত্রাণ চাই না বাঁধ চাই’ প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে সংসদে এমপি

২০২১ জুন ১৬ ২২:০২:১৮
‘ত্রাণ চাই না বাঁধ চাই’ প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে সংসদে এমপি

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) : দেশের দক্ষিণের জেলা পটুয়াখালী। উপকূলীয় এলাকা হিসেবে পরিচিত এ জেলা। প্রতি বছর ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত উপকূলবাসীর জন্য টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জাতীয় সংসদে ব্যতিক্রমীভাবে তুলে ধরেছেন ১১৩ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা (এমপি)। ‘আর কোনো দাবি নাই, ত্রাণ চাই না বাঁধ চাই’ লেখা প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে সংসদে বক্তব্য দিয়েছেন তিনি। এ যেন যোগ্য নেতার অসাধারণ ভূমিকা। মহৎ এক উদ্যোগ। 

আজ বুধবার জাতীয় সংসদে ২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের এই সাংসদ। এ সময় উপকূলে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের জন্য এলাকাবাসীর দাবির প্রতি সমর্থন জানিয়ে তিনি গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে বক্তব্য দেন।

এস এম শাহজাদা (এমপি) বলেন, ‘সাম্প্রতিক ঘূর্ণিঝড়ের পর আমি ত্রাণ নিয়ে নিজ নির্বাচনী এলাকায় গিয়েছিলাম। সেখানে জনগণের রোষানলে পড়তে হয়েছে। উপকূলের অনেক সাংসদকেই এই পরিস্থিতিতে পড়তে হয়। উপকূলীয় এলাকাবাসী ত্রাণ চান না, তারা স্থায়ী বেড়িবাঁধ চান।’

(এসডি/এসপি/জুন ১৬, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test