E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুবর্ণচরে সরকারি ঘর পাচ্ছে আরো ৮৮ পরিবার

২০২১ জুন ১৭ ১৮:৩৪:৩৩
সুবর্ণচরে সরকারি ঘর পাচ্ছে আরো ৮৮ পরিবার

ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচরে  মুজিববর্ষ উপলক্ষে ৮৮ জন গৃহহীন পাচ্ছে সরকারি ঘর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ২য় পর্যায়ে উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারের লোকজনকে এসব ঘর দেওয়া হচ্ছে। আগামী ২০ জুন সুবর্ণচরে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক (‘ক’ শ্রেণীর) ভূমিহীনদের জন্য বরাদ্ধকৃত ঘর উদ্ধোধন উপলক্ষে সুবর্ণচরে কর্মরত সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেছে সুবর্ণচর উপজেলা প্রশাসন। 

বৃহস্পতিবার (১৭ জুন) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যা ও সুবর্ণচর উপজেলা সহকারি কমিশনার(ভূমি) আরিফুর রহমান।

সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যা আরও জানান, ২০ জুন প্রধানমন্ত্রী সুবর্ণচরে ৮৮ টি ঘর উদ্ধোধন করবেন। এছাড়াও সুবর্ণচরে সর্বমোট ‘ক’ শ্রেণীর তালিকায় ৫০৭ টি ঘর মধ্যে ১৫১ টি ঘরের কাজ চলমান রয়েছে , তার মধ্যে ৮৮ টি ঘর ২০ জুন উদ্ধোধন করা হবে বাকি গুলো পর্যায়ক্রমে ভূমিহীনদের মাঝে বুঝিয়ে দেয়া হবে । আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় এসব ঘর নির্মাণ করা হয়েছে। সুবর্ণচর উপজেলা প্রশাসনের মাধ্যমে ৮টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় তৈরি করা হয়েছে এসব ঘর। প্রতিটি ঘর নির্মাণ করতে ব্যয় হয়েছে ১ লক্ষ ৯০ হাজার টাকা।

বাড়িগুলো টেকসই ও সুন্দর ডিজাইনে তৈরি করা হয়েছে। এসব ঘরে ব্যবহার করা হয়েছে উন্নতমানের নির্মাণ সামগ্রী। দুই শতক জমিসহ প্রতিটি সেমি পাকা বাড়িতে থাকবে বারান্দাসহ দুটি কক্ষ, একটি রান্নাঘর, একটি বাথরুম, বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির সুবিধা। আগামী ২০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনের পর ঘরগুলো সুবিধাভোগী পরিবারকে বুঝিয়ে দেয়া হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. কাউসার আলম, সুবর্ণচর উপজেলার কর্মরত সাংবাদিক বাবু লিটন চন্দ্র দাস, আবুল বাসার, মোঃ ইমাম উদ্দিন সুমন, আব্দুল বারি বাবলু, কামাল উদ্দিন, আব্দুল কাইয়ুম, আরিফ সবুজ, মুজাহিদুল ইসলাম সোহেল, আরিফুর রহমান, ইউনুছ শিকদার, আব্দুল আজিজ, ইব্রাহিম খলিল শিমুল প্রমুখ।

(এস/এসপি/জুন ১৭, ২০২১)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test