E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে ২৪ ঘন্টায় ২৪ জনের করোনা শনাক্ত

২০২১ জুন ১৯ ১৫:২৯:২৩
জামালপুরে ২৪ ঘন্টায় ২৪ জনের করোনা শনাক্ত

জামালপুর প্রতিনিধি : জামালপুরে গেলো ২৪ ঘন্টায় ৮৮ টি নমুনা পরীক্ষায় ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় আক্রান্ত ২৭.২৭ শতাংশ। গতকালের চেয়ে আজ আক্রান্তের হার বেড়েছে। গতকাল আক্রান্ত ২২.১০ শতাংশ ছিল।

শনিবার (১৯ জুন) জেলা স্বাস্থ্য বিভাগের করোনা আপডেট চার্ট থেকে জানা গেছে এই তথ্য।

স্বাস্থ্য বিভাগ জানায়, শেখ হাসিনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৮২ টি নমুনা পরীক্ষায় ২৩ জন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে জামালপুর জেলার স্থায়ী নিবাসীর ৬ টি নমুনা পরীক্ষায় ১ জন অর্থাৎ মোট ৮৮ টি নমুনা পরীক্ষায় আরও মোট ২৪ জনের করোনা শনাক্ত হয়।

শনাক্ত ২৪ জনের মধ্যে জামালপুর সদর উপজেলায় ১৮ জন, মেলান্দহ উপজেলায় ২ জন, মাদারগঞ্জ উপজেলায় ১ জন, ইসলামপুর উপজেলায় ১ জন ও সরিষাবাড়ী উপজেলায় রয়েছে ২ জন।

সদর উপজেলার মধ্যে পৌরসভার মালগুদাম রোডে ১ জন, বাগেরহাটায় ২ জন, কাচারীপাড়ায় ২ জন, দয়াময়ী এলাকায় ১ জন, পুলিশ লাইনে ১ জন, নাকাটিতে ১ জন, দড়িপাড়ায় ১ জন, আমলাপাড়ায় ২ জন, শেখ হাসিনা মেডিকেল কলেজে ২ জন, হাটচন্দ্রায় ১ জন ও হিরু সড়কে ১ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এছাড়া সদর উপজেলার শরীফপুরে ১ জন ও লক্ষীরচরে ২ জনের বাড়ি।

উপজেলার মধ্যে মেলান্দহ উপজেলার মাহমুদপুরে ১ জন ও কাজীরপাড়ায় ১জন,
মাদারগঞ্জ উপজেলার মাদারগঞ্জ সদরে ১ জন, ইসলামপুর উপজেলার দক্ষিণ দরিয়াবাদে ১ জন এবং সরিষাবাড়ী উপজেলার সাতপোয়ায় ১ জন ও মাগুড়িয়া পাড়ায় ১ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন ডা. প্রণয়কান্তি দাস জানান, জেলায় এ পর্যন্ত ২৩৪৪৬ টি নমুনা পরীক্ষায় ২৪৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে এবং সুস্থ হয়েছে ২২২৫ জন। এছাড়া করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩৯ জন মারা গেছে।

(আরআর/এসপি/জুন ১৯, ২০২১)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test