E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঝিনাইদহে করোনায় আরও ৪ মৃত্যু, আক্রান্ত ৯০

২০২১ জুন ২০ ১৬:১৫:৪৯
ঝিনাইদহে করোনায় আরও ৪ মৃত্যু, আক্রান্ত ৯০

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে আর ৯০ জনের করোনা শনাক্ত হয়েছে।

জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয় বলে হাসপাতালের তত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ জানান।

এছাড়া মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপসর্গ নিয়ে একজন মারা গেছেন বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর সাত্তার জানিয়েছেন।

রোববার (২০ জুন) সকালে ঝিনাইদহ ও কুষ্টিয়া ল্যাব থেকে ১৬৪ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে; যার মধ্যে ৯০ জনের করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে বলে ঝিনাইদহের সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান।

শনাক্তের হার ৫৪ দশমিক ৮৭ শতাংশ। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৩৯৬ জনে দাঁড়াল। আর ২৪ ঘণ্টায় চাজনসহ মোট মৃত্যুর সংখ্যা ৬৬ জনে দাঁড়াল।

ঝিনাইদহে জেলায় করোনাভাইরাসের সংক্রমণের হার বাড়লেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। হাট-বাজার, দোকান-পাট ও ব্যবসায় প্রতিষ্ঠানে ক্রেতা-বিক্রেতারা মাস্ক ছাড়াই চলাচল করছেন।

শহরের চলাচলে বিধি নিষেধ থাকলেও লোকজন তা মানছে না; হাট-বাজারগুলোতে গাদাগাদি করে চলাচল করতে দেখা গেছে।

ঝিনাইদহ সদর হাসপাতালে ৫০ বেডের কোভিড ওয়ার্ডে ৫১ জন রোগ ভর্তি আছে। রোগীর চাপ সামাল দিতে ৫০ বেডের নতুন কোভিড ওয়ার্ড খোলা হয়েছে। সদর হাসপাতালে করোনাভাইরাস পরীক্ষার জন্য প্রতিদিনই ভিড় হচ্ছে গেছে। মানুষ লাইনে দাঁড়িয়ে নমুনা দিচ্ছে বলে জানান তত্বাবধায়ক।

(একে/এসপি/জুন ২০, ২০২১)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test