E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কালীগঞ্জে নাশকতা ও হত্যা মামলার আসামি শরিফুল!

প্রতিপক্ষের জমি দখলে আনতে একের পর এক মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ

২০২১ জুন ২০ ১৭:০০:৫২
প্রতিপক্ষের জমি দখলে আনতে একের পর এক মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : নাশকতা মামলার পলাতক আসামী, প্রথম স্ত্রী হত্যা, দ্বিতীয় ও তৃতীয় স্ত্রীকে নির্যাতনকারি কথিত ডাক্তার সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ছনকা গ্রামের শেখ শরিফুল ইসলামের বিরুদ্ধে চাচাত ভাই ও প্রতিপক্ষের জমি জবর দখল করে প্রভাব খাটিয়ে একের পর এক মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার প্রতিকার চেয়ে ভুক্তভোগীরা সাতক্ষীরা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয় দায়িত্বশীল সূত্র জানায়, উপজেলার ছনকা গ্রামের আব্দুর রহমানের ছেলে শরিফুল ইসলাম কয়েক বছর আগে নাজিমগঞ্জ বাজারে অবৈধভাবে গড়ে তোলেন যমুনা ক্লিনিক। ওই ক্লিনিক নিয়ে বিভিন্ন অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ রয়েছে। জামায়াতের অর্থযোগানদাতা ও নাশকতার পলিল্পনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এরই ধারাবাহিকতায় ২০১৩ সালের ১৯ ডিসেম্বর গোবিন্দপুর চার রাস্তার মোড় এলাকায় নাশকতার অভিযোগে কলিযোগার নূরুল ইসলামের দায়েরকৃত বিশেষ ক্ষমতা আইনের চার নং মামলার ৮৪ নং চার্জশীটভুক্ত আসামী শেখ শরিফুল ইসলাম। একইভাবে ২০১৮ সালের ২৩ ডিসেম্বর ভোরে সেকেন্দারনগর গ্রামে আব্দুর রহমানের বাড়িতে নাশকতা সৃষ্টির ঘটনায় কালীগঞ্জ থানার উপপরিদর্শক আলমগীর হোসেন মুন্সির দায়েরকৃত বিশেষ ক্ষমতা আইনের মামলার ১০০ নং চার্জশীটভুক্ত আসামী শরিফুল ইসলাম।

মামলাটিএর একটি অংশ (এসটিসি ৩০৮/১৯) জেলা ও দায়রা জজ আদালতে ও অপর অংশ সাতক্ষীরার আমলী আদালতে বিচারাধীন। এ মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকলেও তিনি এখন প্রকাশ্যে। এ ছাড়া তার প্রথম স্ত্রী রোজিনা পারভিনকে নির্যাতন চালিয়ে হত্যার অভিযোগে শ্বশুর মৌতলা গ্রামের মোয়াজ্জেম হোসেন বাবুর দায়েরকৃত মামলার এজাহার ও চার্জশীটভুক্ত প্রধান আসামী ছিলেন শরিফুল। বিচার চলাকালে পলাতক থেকেও চারটি সন্তানের মানুষ করার কথা বলে ও মোটা অংকের টাকা দিয়ে সাক্ষীদের ম্যানেজ করে ওই মামলা খারিজ করান শরিফুল। পলাতক অবস্থায় যমুনা ক্লিনিকের অর্ধেকাংশ লিখে দেওয়ার কথা বলে সাতক্ষীরা শহরতলীর মাগুরার আমজাদ হোসেনের মেয়ে রোজিনা খাতুনকে বিয়ে করেন শরিফুল। প্রতারনার প্রতিবাদ করায় নির্যাতিত হন রোজিনা। থানায় অভিযোগ করলে পরে মোটা অংকের টাকায় মীমাংসা করে শরিফুলকে তালাক দেন রোজিনা।

এরপর উপজেলার হোগলা গ্রামের আজিবর রহমানের মেয়ে মালয়েশিয়া প্রবাসী আইয়ুব আলীর স্ত্রী আসমা খাতুন উপজেলা সদরে কাজী মামুনের বাড়িতে ভাড়া থাকাকালিন থাকাকালিন তার সাথে সখ্যতা বজায় রেখে তাকে ক্লিনিকে নিয়ে আসেন। খবর পেয়ে আইয়ুব আলী তালাক দিলে পরবর্তীতে আসমাকে তৃতীয় স্ত্রী হিসেবে স্বীকৃতি দেন শেখ শরিফুল। ক্লিনিকে কর্মরত অন্য নারীদের সঙ্গে সম্পর্কের বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় আসমার উপর নির্যাতন শুরু হয়। এপ্রিল মাসের শেষের দিকে আসমাকে অমানুষিক নির্যাতনের পর প্রতিবেশি কারো সহায়তা না পাওয়ায় ৯৯৯ এ করলে উপপরিদর্শক হাসানুজ্জামান ও তৎকালিন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হুসেন সরেজমিনে যেয়ে আসমাকে উদ্ধার করেন। আসমা ওই দিন থানায় শরিফুলের বিরুদ্ধে অভিযোগ করেন। পরিস্থিতি বেগতিক বুঝে পুলিশকে ম্যানেজ করে সে যাত্রায় রেহাই পান শরিফুল।

ছনকা গ্রামের শেখ আমিরুল ইসলাম জানান, চলতি বৈশাখ মাসে বিঘা প্রতি বার্ষিক ১০ হাজার হারিতে এক একর ২৮ শতক জমি লীজ দেন আমজাদ হোসেনের কাছে। ওই জমি জোর করে দখল করার পরিকল্পনা হিসেবে চাচাত ভাই শরিফুল তৃতীয় স্ত্রী আসমাকে ব্যবহার করে গত ৩ জুন থানায় মিথ্যা অভিযোগ করায়। তদন্তে ঘটনার সত্যতা না পাওয়ায় আসমাকে দিয়ে গত ৭ জুন সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে তদন্তভার ডিবি পুলিশের উপর নিয়েছেন। এতেও সুবিধা না করতে পেরে আসমার গর্ভস্ত ভ্রুন নষ্ট হয়ে গেছে এমন অভিযোগে গত ১৬ জুন সাতক্ষীরার বিচারিক হাকিমের আদালতে তার বিরুদ্ধে আরো একটি মামলা করিয়েছেন। মামলার তদন্তভার ডিবি পুলিশের কাছে নেওয়া হয়েছে।

একই গ্রামের লুৎফর রহমান বলেন, ভাই আমজাদ হোসেনের কাছে লীজ দেওয়া ৩৩ শতক জমি গত পহেলা বৈশাখে লীজ দেন তিনি। ওই জমি জোরপূর্বক দখল করতে না পেরে শরিফুল তার ও তার ছেলে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত জজ এর বিরুদ্ধে গত ২ মে থানায় মিথ্যা চাঁদাবাজির মামলা রেকর্ড করিয়েছেন। বদলী জনিত কারণে ক্ষমতা হস্তান্তরের দিন গত ২ মে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হুসেন ওই মামলা রেকর্ড করে গেছেন।

এ ব্যাপারে আমজাদ হোসেন জানান, চলতি বছরে শেখ আমিরুলের কাছ থেকে লীজ নেওয়া ৭৮ ও ৫৬ শতক জমি শরিফুলের ঘেরের মধ্যে রয়েছে। ওই জমি শরিফুল লীজ নেওয়ার পর চলতি ২০২১ সাল পর্যন্ত হারির টাকা পরিশোধ করেছে বলে দাবি করে। সে কারণে আগামি বছর থেকে তিনি আমিরুলের হারির টাকা দেবেন। এ ছাড়া তার ভাই লুৎফর রহমান যে জমি তাকে এবার লিজ দিয়েছে তা কেনার জন্য চাচাত ভাই ইসমাইলকে টাকা পরিশোধ করায় শরিফুল দাবি করায় তিনি পড়েছেন সমস্যায়।

এ ব্যাপারে রোববার সকালে শেখ শরিফুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, পুলিশের দায়েরকৃত নাশকতা মামলায় তার নাম থাকলেও বাবার নাম আব্দুর রহিম রয়েছে। সেক্ষেত্রে তিনি আসামী হবেবন কিভাবে। প্রথম স্ত্রী আত্মহত্যা করেছিল মর্মে ময়না তদন্ত প্রতিবেদনে প্রকাশ পাওয়ায় মামলা খারিজ হয়ে গেছে। চাচা লুৎফর রহমান তার কাছে জমি বিক্রি করা নিয়ে পড়চা জালিয়াতি করে এক লাখ টাকা নিয়েছেন। এ ছাড়াও তার কেনা জমি দখলে রেখেছেন। চাচাত ভাই আমিরুল ইসলাম একইভাবে জমি নিয়ে বিরোধ সৃষ্টি করেেেছন। তার স্ত্রী আসমার উপর হামলা করায় গর্ভস্ত সন্তান নষ্ট হওয়ায় তৃতীয় স্ত্রী মামলা করেছেন। ঘটনার বাস্তবতার সাপেক্ষে সব মামলা করা হয়েছে।

(আরকে/এসপি/জুন ২০, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test