E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘নতুন ঘর পাইছি, সাথে দুই শতক জমির দলিল’

২০২১ জুন ২০ ১৭:৩১:৪৩
‘নতুন ঘর পাইছি, সাথে দুই শতক জমির দলিল’

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ‘নতুন ঘর পাইছি। ঘরের চাবিও পাইছি। সাথে দুই শতক জমির দলিল, পানি ও কারেন্টও দিছে’ । নতুন বসতঘরের ঠিকানা পেয়ে খুশীভরা মনে এমন কথাই বললেন ভূমিহীনরা। তারা আরও বললেন ‘আল্লাহকে হাজার শোকরিয়া।  এহোন আমরা ভূমিহীন গৃহহীন না। শেখ হাসিনা বহুদিন বেঁচে থাউক’।

আজ রোববার মুজিব জন্ম শত বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার ৬৬৫ জন গৃহহীনকে নতুন বসতঘর উপহার প্রদান অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তারা।

এর আগে সাতক্ষীরা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বড় পর্দায় প্রধানমন্ত্রীর নতুন গৃহ হস্তান্তর অনুষ্ঠান প্রত্যক্ষ করার পরই সাতক্ষীরার ভূমিহীনদের হাতে তুলে দেওয়া হয় জমির দলিল ঘরের চাবি।জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল তাদের প্রত্যেকের কাছে তা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা প্রমূখ।

জেলা প্রশাসক জানিয়েছেন দ্বিতীয় ধাপে এবার মুজিব উপহার হিসেবে আশাশুনিতে ২৬০, সাতক্ষীরা সদরে ১০০, দেবহাটায় ৭৫, তালা কালীগঞ্জ ও শ্যামনগরে ৭০ টি করে এবং কলারোয়ায় ২০ টি ভূমিহীন পরিবারকে এসব নতুন গৃহ দেওয়া হয়েছে।

(আরকে/এসপি/জুন ২০, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test