E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

নওগাঁয় ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ২৩০ জন 

২০২১ জুন ২০ ১৭:৪৯:০৬
নওগাঁয় ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ২৩০ জন 

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলায় করোনা ভাইরাসে শনাক্তের সংখ্যা ভয়াবহ। গত ২৪ ঘন্টায় জেলায় ২৩০ ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘন্টায় নওগাঁ সদর হাসপাতালে  এ্যান্টিজেন ২০৮ এবং রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবে ৫২১ জনসহ সর্বমোট ৭২৯ ব্যক্তির নমুনা পরীক্ষা করে এই ২৩০ ব্যক্তির শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩১ দশমিক ৫৫ শতাংশ। জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ৩ হাজার ৫৬২ জন । 

নওগাঁর সিভিল সার্জন ডাক্তার এ বি এম আবু হানিফ জানান, উপজেলাভিত্তিক আক্রান্তের সংখ্যা হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ৭৯ জন, রানীনগর উপজেলায় ১০ জন, আত্রাই উপজেলায় ৭ জন, মহাদেবপুর উপজেলায় ২১ জন, মান্দা উপজেলায় ২২ জন, বদলগাছি উপজেলায় ১৯ জন, পতœীতল্ াউপজেলায় ১৭ জন, ধামইরহাট উপজেলায় ১০ জন, নিয়ামতপুর উপজেলায় ২০ জন, সাপাহার উপজেলয় ১৫ জন এবং পোরশা উপজেলায় ১০ জন।

এই চব্বিশ ঘন্টায় মহাদেবপুর উপজেলায় করোনায় আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৬১ জন।

এ সময় নতুন করে সুস্থ হয়েছেন ২৪ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২হাজার ৩২৭ জন। সুস্থ হওয়ার পর বর্তমানে ১হাজার ২৩৫ জন মোট করোনা ভাইরাসে আক্রান্ত রয়েছেন। এদের মধ্যে নওগাঁ জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪৬ জন। অন্যরা চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী স্ব স্ব বাড়িতে অবস্থান করে চিকিৎসা সেবা গ্রহণ করছেন।

এ সময় জেলায় মোট কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে ২৫৩ ব্যক্তিকে। কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৪ জন। বর্তমানে জেলায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন, ৬৮ জন এবং হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ২হাজার ৮৪২ জন।

(বিএস/এসপি/জুন ২০, ২০২১)

পাঠকের মতামত:

০২ আগস্ট ২০২১

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test