E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মহেশখালীতে ১৭ পরিবারকে গৃহের চাবি ও দলিল হস্তান্তর

২০২১ জুন ২০ ১৮:১৭:৫৭
মহেশখালীতে ১৭ পরিবারকে গৃহের চাবি ও দলিল হস্তান্তর

কক্সবাজার প্রতিনিধি : 'বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না' শ্লোগানে মুজিববর্ষ উপলক্ষে ৫৩৩৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান (২য় পর্যায়) উপলক্ষে মহেশখালীতে ১৭টি গৃহের চাবি ও দলিল হস্তান্তর করা হয় আজকে মহেশখালী উপজেলা সন্মেলন কক্ষে। এবারের নির্মিত ঘরের বরাদ্দ ছিল ১ লক্ষ ৯০ হাজার টাকা ।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহেশখালী কুতুবদিয়ার সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক। বিশেষ অতিথি ছিলেন মহেশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব মকসুদ মিয়া, মহেশখালী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শরীফ বাদশা, মহেশখালী উপজেলা নির্বাহি কর্মকর্তা মাহফুজুর রহমান, এসিল্যান্ড এসএম আলমগীর, কবি ও সাাংবাদিক জাহেদ সরওয়ার, প্রেসক্লাব সভাপতি আবুল বশর পারভেজ, শাপলাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক, হোয়ানকের চেয়ারম্যান মোস্তফা কামাল, কুতুবজোমের চেয়ারম্যান মোশাররফ হোসেন খোকন সহ অন্যান্য অতিথিবৃন্দ।

কনফারেনসের মাধ্যমে সারাদেশে উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি মৌলভীবাজার, সিলেট,রাঙ্গুনিয়াসহ নানা জেলা উপজেলার কর্মকর্তা ও সুবিধাভোগীদের সাথে সরাসরি কথা বলেন। এরপর কর্মকর্তাদের চাবি ও দলিলপত্র হস্তান্তরের নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় শাপলাপুর,হোয়ানক,বড় মহেশখালীর ১৭ জনকে চাবি ও দলিল হস্তান্তর করেন অতিথিরা।

প্রধান অতিথি আশেক উল্লাহ রফিক তার বক্তব্যে বলেন, পর্যায়ক্রমে একজন মানুষও গৃহহীন থাকবে না বাংলাদেশে। এরপর মহেশখালীতে পরিবেশ সমস্যা, পাহাড় নিধন ইত্যাদি আলোচনার ভেতর দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

(জেএস/এসপি/জুন ২০, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test