E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন রাজবাড়ীর ৪৩০ গৃহহীন পরিবার

২০২১ জুন ২০ ১৮:৪২:৩৬
প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন রাজবাড়ীর ৪৩০ গৃহহীন পরিবার

এম এ হিরা, গোয়ালন্দ (রাজবাড়ী) : মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেয়া গৃহহীনদের ঘর প্রদান অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে রাজবাড়ীতে ঘর পেলো ৪৩০ গৃহহীন পরিবার। রোববার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ জমি ও ঘর হস্তান্তরের উদ্বোধন হয়।

অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমি মোঃ সায়েফ এর সঞ্চলনায় বক্তব্য রাখেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। সে সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক দিলসাদ বেগম, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামানসহ অন্যান্যরা।

এছাড়া মুক্তিযোদ্ধা, সরকারী কর্মকর্তা, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। সদর উপজেলার পাশাপাশি অন্যান্য উপজেলা গৃহহীনদের ঘর প্রদানের উদ্বোধন অনুষ্ঠিত হয়। সে সময় ঘর পাওয়া গৃহহীনরা আনন্দ প্রকাশ এবং প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

জেলা প্রশাসন সুত্রে জানাগেছে, মুজিববর্ষ উপলক্ষে দ্বিতীয় পর্যায়ে রাজবাড়ীতে ৪৩০টি ঘর নির্মিত হয়। এরমধ্যে রাজবাড়ী সদরে ৩শ টি, গোয়ালন্দে ৩০টি, পাংশায় ৩০টি, বালিয়াকান্দিতে ৭০টি। ঘর নির্মানে ব্যায় ধরা হয়েছে ৮ কোটি ১৭ লক্ষ টাকা। এরআগে প্রথম পর্যায়ে রাজবাড়ীতে ১২ কোটি ৯৯ লক্ষ ৬০ হাজার টাকা ব্যায়ে ৭৬০টি নির্মানের পর গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হয়েছে।

(এইচ/এসপি/জুন ২০, ২০২১)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test