E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিদ্ধিরগঞ্জে আদালতের আদেশ অমান্য করে জমি ভরাট

২০২১ জুন ২০ ১৮:৫৯:২৩
সিদ্ধিরগঞ্জে আদালতের আদেশ অমান্য করে জমি ভরাট

মোঃ শান্ত (নারায়ণগঞ্জ সদর) : নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চৌধুরীবাড়ি করোতোয়া গার্মেন্টস সংলগ্ন এলাকায় আদালতের আদেশ অমান্য করে সন্ত্রাসী প্রভাব দেখিয়ে নালিশী জায়গা বালু দিয়ে ভরাট করার অভিযোগ উঠেছে সাইদুর রহমান রিপন গং এর বিরুদ্ধে।

সরজমিনে গিয়ে দেখা যায়, ট্রাকে করে বালু এনে লেবার দ্বারা জায়গা বরাট করছে রিপনের লোকজন।

স্থানীয় বাসিন্দা জানান, গোদনাইল মৌজায় অবস্থিত সি এস ও এস এ-১২২৩ এবং আর এস ২৮৫৯/ ২৮৬১ দাগে ৪০ শতাংশ জমি নিয়ে ত্রিশ বছর যাবৎ আদালতে মামলা চলমান রয়েছে এবং স্থীতিশীল অবস্থা বজায় রাখার জন্য আদালতের আদেশ রয়েছে। তা শর্তও স্থানীয়দের এখন প্রশ্ন যে আদালতের নির্দেশ অমান্য করে কোন শক্তির ইসারায় জমি দখল ও কিভাবে বালু দিয়ে জমি বরাট করে?

স্থানীয় সুত্রে জানা যায়, উক্ত জবর দখলকারী চক্র শহরের প্রভাবশালী এক বড় ভাইয়ে নাম ভাঙ্গীয়ে এরকম জবর দখল সহ সমাজে নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, জায়গা বরাট করার পূর্বে ১১ মার্চ সন্ধ্যায় আদালতের নির্দেষ অমান্য করে রিপন তার দলবল নিয়ে জমিতে সাইনবোর্ড টানায়। জায়গার পত্রিক সম্পত্তির মালিক আমির হোসেন সাইনবোর্ডটি উঠিয়ে ফেললে এরপর রিপন গং তার নামে আদালতে নং ২৪২/২১ ১৪৫ ধারায় মামলা দায়ের করে। এর পরিপেক্ষিতে আদালত উভয় পক্ষকে উক্ত ৪০ শতাংশ জমির সকল কাজ করা থেকে বিরত থাকার ও বন্ধ রাখার আদেশ প্রধান করে। তা শর্তে ও আজ রবিবার (২০ জুন) সকাল থেকে রিপন গং জোর করে উক্ত নালিশা ভুমিতে বালু বরাট শুরু করলে আমির হোসেন গং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত্য কর্মকর্তার কাছে অবগত করায় তাৎখনিকভাবে সিদ্ধিরগঞ্জ থানার এস আই আব্দুর রহিম ঘটনা স্থলে এসে ঘটনার সত্যতা পেয়ে ৩ জন কে ঘটনা স্থল থেকে আটক করে।

(এস/এসপি/জুন ২০, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test