E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরীপুরে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে দুইজনের কারাদণ্ড

২০২১ জুন ২০ ২২:৫২:৫৪
গৌরীপুরে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে দুইজনের কারাদণ্ড

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে দুইজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২০ জুন) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।

ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘খ’ সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুরের নেতৃত্বে একটি টিম রবিবার গৌরীপুরে অভিযান চালায়। এসময় মাদক সেবন ও সংরক্ষণের দায়ে ৩ জনকে আটক ও ৪০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে।

দণ্ডপ্রাপ্তরা হলেন গৌরীপুর পৌর শহরের নতুন বাজার মহল্লার আব্দুল মান্নানের ছেলে মোঃ মামুন (৩৫) ১বছর ৬ মাস কারাদ- ও ৩ হাজার টাকা অর্থদণ্ড, চকপাড়া মহল্লার মৃত আবুল কাশেমের ছেলে সোহাগ মিয়া (২৬) ১ বছর কারাদ- ও ২ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়।

আটককৃত উপজেলার গাভীশিমুল গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার না করায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য তাকে গৌরীপুর থানায় প্রেরণের নির্দেশ প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সত্যতা নিশ্চিত করেছেন।

(এস/এসপি/জুন ২০, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test