E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভারী বর্ষণে নারায়ণগঞ্জে জলাবদ্ধতা, জনজীবনে দুর্ভোগ

২০২১ জুন ২২ ১৮:০৬:১৮
ভারী বর্ষণে নারায়ণগঞ্জে জলাবদ্ধতা, জনজীবনে দুর্ভোগ

মোঃ শান্ত (নারায়ণগঞ্জ সদর) : গত কয়েক দিনের টানা বৃষ্টি বর্ষণের কারণে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। তাছাড়া এসব এলাকার খালগুলো সঠিকভাবে খনন না করার কারণে খালগুলো পানিতে পরিপূর্ণ হয়ে রাস্তার উপর উঠে গেছে। বৃষ্টি থেমে যাবার পরেও পানি নামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

গত কয়েক দিনের বৃষ্টি ও মঙ্গলবার ভোর রাত থেকে ভারী বর্ষণের কারণে ডিএনডি বাঁধের নারায়ণগঞ্জ সদর উপজেলার টাগার পাড়, ইসদাইর, গাবতলী, উত্তর মাসদাইর এবং সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী, আইলপাড়া, এনায়েতনগর, লাকীর বাজার, বৌ বাজারসহ বিভিন্ন এলাকার লাখো মানুষ ভোগান্তিতে পড়েছে। ভারী বর্ষণের কারণে এলাকাগুলোতে দেখা দিয়েছে জরাবদ্ধতা। সেসব এলাকার বাসিন্দারা তাদের দৈনন্দিন জীবনযাপন নানা দূর্ভোগের মধ্য দিয়ে পার করছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, এলাকার কিছু কিছু রাস্তা ভাঙা থাকার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটার আশঙ্কা বেড়েই চলেছে। এমনকি এলাকার ঘরবাড়িসহ শিক্ষা প্রতিষ্ঠান, কল-কারখানাগুলো তলিয়ে গেছে হাটু সমান পানিতে। কোথাও কোথাও আবার কোমর সমান পানি দেখা যায়। দূর থেকে দেখলে মনে হয় এলাকার খালগুলো নদীতে পরিণত হয়ে গেছে। এছাড়াও নোংরা পঁচা ময়লা ও দুর্গন্ধযুক্ত পানিতে চলাচলের ফলে ওই সব এলাকার বাসিন্দাদের বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা করা যাচ্ছে।

নারায়ণগঞ্জ সিটি কর্রপোরেশন ৮নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা বলছেন, এলাকার ড্রেন ও খালগুলো যদি সঠিকভাবে পরিষ্কার করা থাকত তাহলে আমাদের এই জলাবদ্ধতার ভোগান্তি পোহাতে হতো না। দৈনন্দিন বাজার করা থেকে শুরু করে জীবিকা নির্বাহ- সবকিছুই আমাদেরকে এই হাটুসমান পানি মুড়িয়ে করতে হচ্ছে।

তারা আরও বলেন, রাস্তার একপাশে ড্রেনের ব্যবস্থা থাকলেও পানি যেতে পারছে না। কারণ বিশেষক্ষেত্রে নামমাত্র পরিষ্কার করতে দেখা যায়। ড্রেন যদি সময়মতো পরিষ্কার করা হতো তাহলে আমাদের এই জলাবদ্ধতার কবলে পড়তে হতো না।

(এস/এসপি/জুন ২২, ২০২১)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test