E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে করোনায় ২ মৃত্যু, শনাক্ত ২২

২০২১ জুন ২৩ ১৩:৫৬:৩৬
জামালপুরে করোনায় ২ মৃত্যু, শনাক্ত ২২

জামালপুর প্রতিনিধি : জামালপুরে করোনায় মারা গেল ৬৭ ও ৭০ বছর বয়সী আরো দুই ব্যক্তি। এদের একজনের বাড়ি জামালপুর পৌরসভার ফুলবাড়িয়া এলাকায় ও অপরজন মেলান্দহ উপজেলার বাসিন্দা। নতুন দুই মৃত্যু নিয়ে জেলায় মোট মৃত্যু ৪৪ জনে দাঁড়াল।

এছাড়া গত ২৪ ঘন্টায় ১৭১ টি নমুনা পরীক্ষায় নতুন করে আরো ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুনদের নিয়ে জেলায় মোট শনাক্ত পৌঁছল ২৫৭৫ জনে। এরমধ্যে গত ২৪ ঘন্টায় ২৬ ব্যক্তি সুস্থ হয়েছেন। জেলায় এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২২৯৩ জন।

বুধবার (২৩ জুন) সকালে জেলা স্বাস্থ্য বিভাগের করোনা আপডেটে এই তথ্য জানা গেছে।

করোনায় মৃত শহরের ফুলবাড়িয়া এলাকার ৬৭ বছর বয়সী বৃদ্ধটি নমুনার রিপোর্ট পাবার আগেই মারা যান৷ ২১ জুন তিনি জামালপুর জেনারেল হাসপাতাল বুথে নমুনা দেন। ২২ জুন রাতে নমুনা পরীক্ষার রিপোর্টে তার করোনা শনাক্ত হয়। ওইদিন দুপুরেই তিনি মারা যান।

অপরজন মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মাহমুদপুর এলাকার ৭০ বছরের বৃদ্ধটি ৭ জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। ৮ জুন নমুনার রিপোর্টে তার করোনা শনাক্ত হয়। তাকে জামালপুর জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হলে অবস্থার অবনতিতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই গতকাল মারা যান তিনি।

তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য বিভাগ আরো জানায়, সর্বশেষ প্রতিবেদনে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৮২ টি নমুনা পরীক্ষায় ১৬ জন শনাক্ত হয়।

এছাড়া জেলা/উপজেলা পর্যায়ে রেপিড এন্টিজেন টেস্টে ৮৯ টি নমুনা পরীক্ষায় আরো ৬ জন শনাক্ত হয়।

শনাক্তদের মধ্যে জামালপুর সদর উপজেলায় ১৯ জন, মাদারগঞ্জ উপজেলায় ১ জন, মেলান্দহ উপজেলায় ১ জন, সরিষাবাড়ী উপজেলায় ১ জন ও দেওয়ানগঞ্জ উপজেলায় ১ জন রয়েছে।

সিভিল সার্জন ডা. প্রণয়কান্তি দাস জানান, গত ২৪ ঘন্টায় ১৭১ টি নমুনা পরীক্ষায় ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় আক্রান্ত ১২.৮৬ ভাগ।

আক্রান্তদের মধ্যে জামালপুর পৌর এলাকার গোলাপবাগে ২ জন, বোষপাড়ায় ১ জন, নয়াপাড়ায় ২ জন, মালগুদামে ১ জন, দেওয়ানপাড়ায় ১ জন, ফুলবাড়িয়ায় ২ জন, গেইটপাড়ে ১ জন, আমলাপাড়ায় ১ জন, রশিদপুরে ১ জন, পাথালিয়ায় ১ জন, জেনারেল হাসপাতালে ১ জন, বেলটিয়ায় ১ জন ও শাহাপুরে রয়েছেন ১ জন।

এছাড়া সদর উপজেলার দিগপাইতে ১ জন ও ঝাউলা গোপালপুরে রয়েছেন ১ জন।

উপজেলার মধ্যে মেলান্দহ উপজেলার ঝাউগড়ায় ১ জন, মাদারগঞ্জ উপজেলার মাদারগঞ্জ সদরে ১ জন, সরিষাবাড়ী উপজেলার আরামনগর বাজারে ১ জন ও দেওয়ানগঞ্জ উপজেলার দেওয়ানগঞ্জ মাদ্রাসায় রয়েছে ১ জন।

(আরআর/এসপি/জুন ২৩, ২০২১)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test