E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে দ্বিগুণ ভাড়ায় চলছে গণপরিবহন 

২০২১ জুন ২৩ ১৭:০৪:৫৬
প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে দ্বিগুণ ভাড়ায় চলছে গণপরিবহন 

মোঃ শান্ত (নারায়ণগঞ্জ সদর) : ২২ জুন ভোর ৬টা থেকে ৩০ জুন মধ্য রাত পর্যন্ত নারায়ণগঞ্জে নতুন করে লকডাউন কার্যকর করা হয়েছে। পণ্যবাহী গাড়ী এম্বুলেন্স ছাড়া সবধরনের গণপরিবহন চলাচল বন্ধ থাকলেও এই সুযোগে অসাধু কিছু গাড়ি চালকেরা যাত্রীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে অতিরিক্ত ভাড়া।

সরেজমিনে দেখা যায়, বাস চলাচল ও কিছুসংখ্যক দোকানপাট বন্ধ থাকলেও ব্যাটারী চালিত অটো রিক্সা, সিএনজি, ব্যাটারী চালিত ভ্যান চালকেরা জনগণকে ঠিক আগের মতো গাদাগাদি করেই এক এলাকা থেকে অন্য এলাকা ও এক জেলা থেকে অন্য জেলা নিয়ে যাচ্ছেন। করোনা মহামারির দ্বিতীয় ডেউ থামাতে প্রশাসনের দেওয়া লকডাউনে নারায়ণগঞ্জ জেলার চিত্র ছিল এটি। তবে লকডাউনের প্রথম দিনে প্রশাসনের তৎপরতাও থাকলে ও বেলা বাড়ার সাথে সাথে তা ঢিলে ঢালা ভাবে পালিত হয়েছে।

সিএনজি চালকরা বলছেন, যারা নারায়ণগঞ্জ মন্ডল পাড়া থেকে মুন্সীগঞ্জ যাইতে চায় তাদেরকে কাঠপট্টি পর্যন্ত নিয়া যাইতে পারি পরে আবার আরেক অটোতে করে মুক্তারপুর ব্রীজ পর্যন্ত যাইতে হয়।

যাত্রীরা জানান, সকালে এই লকডাউনের আগে নারায়ণগঞ্জ থেকে মুক্তারপুর ব্রীজ পর্যন্ত সিএনজি ভাড়া ছিল ৫০ টাকা কিন্তু এখন কাঠপট্টি পর্যন্ত যাবে সেটার ভাড়াও ৫০ টাকা, আবার কাঠপট্টি থেকে মুক্তাপুর পর্যন্ত ভাড়া আরো দশ (১০) অতিরিক্ত দিতে হচ্ছে। সরকার ঘোষণা দেওয়া পর থেকে ট্রেন বাস সব বন্ধ হওয়াতে তারা এই সুযোগটি কাজে লাগাচ্ছে। তাই বাধ্য হয়ে অধিকা ভাড়া দিয়ে সিএনজি উঠে চলাচল করতে হচ্ছে।

তারা আরো জানান, প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে তারা দ্বিগুণ ভাড়া আদায় করছে। তারপরও প্রশাসন নিঃস্বচুপ। একই চিত্র দেখা যায় কাশিপুর হাটখোলা মোড়ে।

(এস/এসপি/জুন ২৩, ২০২১)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test