E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রংপুরে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান চলাচল বন্ধের সিন্ধান্ত প্রত্যাহারের দাবি

২০২১ জুন ২৪ ১৬:৫২:৫৪
রংপুরে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান চলাচল বন্ধের সিন্ধান্ত প্রত্যাহারের দাবি

মানিক সরকা মানিক, রংপুর : আগামী রবিবারের মধ্যে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান চলাচল বন্ধের সিন্ধান্ত প্রত্যাহার করে তুলে নেওয়ার আলটিমেটাম দিয়েছেন রংপুরের বিভিন্ন রিকশা-ভ্যান চালক সংগঠনগুলোর নেতারা। যদি সরকার তাদের সিদ্ধান্ত প্রত্যাহার না করে তাদের উত্থাপিত ১১ দফা দাবি মেনে না  নেয়  তাহলে মঙ্গলবার রংপুরে সকাল-সন্ধ্যা ধর্মঘটের হুঁশিয়ারিও দিয়েছেন শ্রমিক নেতারা।  

বৃহস্পতিবার দুপুরে রংপুর নগরীর শাপলা চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে ধর্মঘটের এই হুশিয়ারি দেন জাতীয় শ্রমিক পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর জাতীয় চার্জার রিকশা-ভ্যান চালক ইউনিয়নের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা।

সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে শ্রমিক নেতা তোফা বলেন, সারাদেশে একযোগে ব্যাটারিচালিত চার্জার রিকশা-ভ্যান বন্ধের সিদ্ধান্ত দুঃখজনক। দেশে আশি ভাগ মানুষ দিনমজুর, এরমধ্যে ৪০ ভাগ মানুষ কোনো না কোনভাবে থ্রি-হুইলার, অটোবাইক, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান চালক। রিকশা-ভ্যান চলাচল বন্ধ করা হলে অনেক পরিবার পথে বসবে। তাই আগামী রবিবারের মধ্যে ঘোষিত সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে মঙ্গলবার সকাল-সন্ধ্যা ধর্মঘট পালন করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জাতীয় চার্জার রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র মোহন্ত, মহানগর চার্জার রিকশা-ভ্যান জাতীয় শ্রমিক পার্টির সভাপতি আব্দুল মজিদ, জাতীয় রিকশা-ভ্যান শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিছ, পীরগাছা উপজেলা চার্জার রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মামুন প্রমুখ।

(এম/এসপি/জুন ২৪, ২০২১)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test