E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হেলিকাপ্টারে বউ এনে জরিমানা গুনলেন ৫০ হাজার

২০২১ জুন ২৮ ১৮:২০:২০
হেলিকাপ্টারে বউ এনে জরিমানা গুনলেন ৫০ হাজার

শরীয়তপুর প্রতিনিধি : হেলিকাপ্টারযোগে বউ নিয়ে এসে জনসমাগম সৃষ্টি করে স্বাস্থ্যবিধি লংঘন করায় বর পক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন স্থানীয় প্রশাসন। আজ সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে শরীয়তপুর সদর উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের দাদপুর ভাষনচর গ্রামে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই এ অর্থদন্ড করেন।

জানা গেছে, গত ২৫ জুন (শুক্রবার) শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের দাদপুর ভাষানচর গ্রামের জাহাঙ্গীর আলম সরদারের ছেলে সাগর আহমেদ মাসুদের(২৬) সাথে বাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের হাজী আলী করিম খন্দকারের মেয়ে কাউনান খন্দকার বন্যার(২৩) বিয়ে হয়।

করোনা পরিস্থিতি ভয়ানক আকার ধারন করায় এবং লকডাউন বলবৎ থাকায় সোমবার (২৮ জুন) সকাল ১১টায় হেলিকাপ্টার যোগে বউ নিয়ে আসেন বর পক্ষ। পল্লী অঞ্চলে হেলিকাপ্টারে নতুন বউ আনা হয়েছে এমন খবরে উৎসুক জনতা ভীর জমায়। বর পক্ষ এবং পুলিশ প্রশাসন শত চেষ্টা করেও মানুষের ভীড় কমাতে ব্যর্থ হন। খবর পেয়ে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্বাস্থ্যবিধি লংঘনের দায়ে বর সাগর আহমেদ মাসুদের চাচা আব্দুস সালাম সরদারকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেন।

বর মাসুদের পিতা জাহাঙ্গীর আলম সরদার বলেন, অনেক আগে থেকেই আমার ছেলের বিয়ের দিন তারিখ ঠিক করা ছিল। গত শুক্রবার মেয়ের পিত্রালয়ে বিয়ের কাজ ঘরোয়াভাবে সম্পন্ন হলেও লকডাউনের কারনে বউ তুলে আনা হয়নি। বউভাতসহ সকল অনুষ্ঠান করোনার কারণে আমরা বর্জণ করে আজ সোমবার স্থানীয় পুলিশ প্রশাসনকে অবগত করে আমার বাবা, বর মাসুদ এবং আমার দুই মেয়ে ৬ আসনের একটি হেলিকপ্টারে করে বউ নিয়ে আসেন। গ্রামের বাড়িতে হেলিকপ্টারে বউ আনায় উৎসুক জনতা ভীড় জমায়। এমন খবর জানতে পেরে ইউএনও সাহেব এসে আমার ছোট ভাইকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।

শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই জানান, হেলিকাপ্টারে করে বউ এনে, ব্যান্ডপার্টি ভাড়া করে, এলাকায় লোক সমাগম সৃষ্টি করে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে দণ্ডবিধির ১৮৬০ সালের ২৫৯ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

(কেএন/এসপি/জুন ২৮, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test