E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মৌলভীবাজারে লকডাউনে বাস চলাচল বন্ধ থাকলেও নিয়ন্ত্রণহীন সিএনজি অটোরিকশা! 

২০২১ জুন ২৮ ১৮:২৭:১৫
মৌলভীবাজারে লকডাউনে বাস চলাচল বন্ধ থাকলেও নিয়ন্ত্রণহীন সিএনজি অটোরিকশা! 

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : প্রাণঘাতী করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে আজ সোমবার থেকে বুধবার পর্যন্ত সীমিত পর্যায়ে মৌলভীবাজারসহ দেশজুড়ে লকডাউন শুরু হয়েছে। লকডাউন শুরু হওয়ায় দূরপাল্লার বাস ও আঞ্চলিক বিভিন্ন সড়কে চলাচলকারী লোকাল বাসগুলো বন্ধ থাকলেও মৌলভীবাজারে সকাল থেকেই অন্যান্য দিনের মতই সড়কে দাপট চলছে সিএনজি চালিত অটোরিকসার। কিছুতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছেনা এসব যানবাহন। 

সোমবার (২৮ জুন) দুপুরের দিকে শহরের কুসুমবাগ,বাজার টার্নিং পয়েন্ট,পশ্চিমবাজার,সাইফুর রহমান সড়কসহ শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে দেখা যায়, সিএনজি চালিত অটোরিকসা বিনা বাঁধায় যাত্রী নিয়ে ছুটে চলছে বিভিন্ন গন্তব্যে। এসব যানবাহনে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়েরও অভিযোগ চালকদের বিরুদ্ধে। পাশাপাশি মোটর সাইকেল,কারসহ ব্যক্তিগত ছোট ছোট যানবাহনও চলাচল করতে দেখা যায়। তবে অন্যান্য দিনের মত শহরে মানুষের আনাগুনা ছিলো তুলনা মূলক কম।

শহরের আশপাশের সিএনজি ফিলিং স্টেশনগুলোও জরুরী পরিবহন ছাড়া গাড়িতে গ্যাস দেয়া বন্ধ করে দেয়ার কারনে দুপুর দুইটার পর থেকে সড়কে কিছুটা কম চলাচল করতে দেখা যায় গণপরিবহনসহ অন্যান্য যানবাহনকে।
শ্রীমঙ্গল সড়কের মাজ ফিলিং স্টেশনে গিয়ে জানা যায়,প্রশাসনের মৌখিক নির্দেশনার আলোকে সেখানে জরুরী যানবাহন ছাড়া অন্যান্য যানবাহনে গ্যাস দেয়া বন্ধ রাখা হয়েছে বলে সেখানকার কর্মকর্তা জুনেদ আহমদ এ তথ্য নিশ্চিত করেন।

লকডাউনের প্রথমদিনে শহরের নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান খোলা থাকলেও হার্ডওয়ার,স্যানিটারী,কাপর ও জুতার দোকানসহ কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠান লকডাউন অমান্য করে দোকান খোলা রেখে ক্রয়-বিক্রয় করতে দেখা যায়। এসব ব্যবসা প্রতিষ্ঠানে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কোনটাতে সাটার পুরোপুরি বন্ধ রেখে আবার কোনটাতে এক সাটার খোলা রেখে ব্যবসা চালিয়ে যেতে দেখা যায়।

এদিকে করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা মৌলভীবাজারে সংক্রমণ রোধ ও স্বাস্থ্যবিধি মেনে চলতে আজও জেলাজুড়ে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত ছিলো। সোমবার সকাল থেকে মৌলভীবাজার সদরসহ জেলার সাতাট উপজেলায় একযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এমসয় আইন অমান্য করে শপিংমল,মার্কেট খোলা রাখা,গণপরিবহন ও সিএনজি চলাচলসহ স্বাস্থ্যবিধি না মেনে বাহিরে অবস্থান করায় সর্বমোট ১৭২জনকে ১লক্ষ ৬ হাজার ৭শত টাকা অর্থদন্ড প্রধান ও আদায় করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা বলেন,লকডাউন অমান্য করে সড়কে প্রচুর পরিমান সিএনজি চালিত অটো রিকসা চলছে,এগুলো নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে। এসময় তিনি ব্যাপক প্রচার প্রচারণার মাধ্যমে সাংবাদিকদের সহযোগিতাও চান।

মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান জানান,লকডাউন কার্যকর রাখতে ভ্রাম্যমান আদালত মাঠে রয়েছেন,এসব অভিযানে সাথে রয়েছে পুলিশ। তিনি বলেন, সড়কে গণপরিবহন চলাচল নিয়ন্ত্রণসহ লকডাউন কার্যকর রাখতে বাড়তি পুলিশ মোতায়েনের পাশাপাশি চৌমুহনাসহ গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে পুলিশ মোতায়েন রয়েছে।

(একে/এসপি/জুন ২৮, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test