E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদগঞ্জে খাদ্যনালীতে খাবার আটকে শিশুর করুণ মৃত্যু

২০২১ জুলাই ০১ ১৮:০৮:৩৬
ফরিদগঞ্জে খাদ্যনালীতে খাবার আটকে শিশুর করুণ মৃত্যু

উজ্জ্বল হোসাইন, চাঁদপুর : ফরিদগঞ্জে খাদ্যনালীতে খাদ্য আটকে গিয়ে মায়মুনা নামে ৯ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। ঘটনাটি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের কাউনিয়া গ্রামে বৃহষ্পতিবার (১ জুলাই) সকালে ঘটে। 

জানা গেছে, রূপসা দক্ষিণ ইউনিয়নের কাউনিয়া গ্রামের মিলনের ৯ মাস বয়সী শিশু কন্যা মায়মুনার খাবারের সময় হয়ে যাওয়ায় তার মা ঘুমের মধ্যে রান্না করা খিচুড়ি খাওয়াতে শুরু করে। খাওয়ার এক পর্যায়ে খিচুড়ি শিশু মায়মুনার শ্বাসনালীতে ঢুকে যায়। এতে তার শ্বাস নিতে সমস্যা হলে দ্রুত তাকে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সুলতানা তাকে মৃত ঘোষণা করে।

হাসপাতালের জরুরী বিভাগ থেকে জানানো হয়, শিশুটিকে দুপুর প্রায় ১টার দিকে হাসপাতালের জরুরীর বিভাগে নিয়ে আসা হয়। কিন্তু ততক্ষণে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

এ ব্যাপারে হাসপাতালের আরএমও ডা: কামরুল হাসান জানান, আমরা যতটুকু শিশুটিকে ঘুমের মধ্যে খাবার খাওয়ানো হয়েছে। এটি কোন ভাবে করা যাবে না। আমাদের মনে রাখতে হবে শিশুদের যখনই খাবার খাওয়াবেন তাকে বসিয়ে খাওয়াতে হবে। ঘুমের মধ্যে বা শুইয়ে কোনভাবে খাওয়ানো চলবে না।

(ইউ/এসপি/জুলাই ০১, ২০২১)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test