E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে গর্ভবতীসহ দুই নারীর মৃত্যু, শনাক্ত ৩৪

২০২১ জুলাই ০২ ১৬:২১:১৩
জামালপুরে গর্ভবতীসহ দুই নারীর মৃত্যু, শনাক্ত ৩৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে এক গর্ভবতীসহ দুই নারীর মৃত্যু হয়েছে। তারা সরিষাবাড়ি উপজেলার বাসিন্দা। এই দুই মৃত্যু নিয়ে জেলায় মৃত্যুসংখ্যা ৫১ জনে দাঁড়াল।

এছাড়া ১১৩ টি নমুনা পরীক্ষায় আরও মোট ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা ২৯২২ জন পৌঁছল। পরীক্ষা বিবেচনায় শনাক্ত ৩০ দশমিক ০৮ শতাংশ। সর্বশেষ সুস্থ হওয়া ৪ জন নিয়ে জেলায় মোট ২৪১৭ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। জেলায় এ পর্যন্ত সংগৃহীত ২৫৪৯২ টি নমুনা পরীক্ষার বিপরীতে আক্রান্তের হার ১১ দশমিক ৪৬ শতাংশ।

সরিষাবাড়ি উপজেলায় করোনায় মৃত ওই দুই নারীর একজন পোগলদিগা ইউনিয়নের রুদ্র বয়ড়া গ্রামের এক ব্যাংক কর্মকর্তার স্ত্রী আজিজুন্নাহার (৩২) ও অপরজন যমুনা সারকারখানা এলাকার ফরিদা বেগম (৫০)।

গর্ভবতী আজিজুন্নাহার কিছুদিন ধরে সর্দি, জ্বর ও কাশিতে ভুগছিলেন। ২১ জুন তার নমুনা নেওয়া হয়। পরদিন রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। ৩০ জুন রাতে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে মারা যান।

অপরদিকে, জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলেন ফরিদা বেগমের পরিবারের চার সদস্য। ২৪ জুন তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর চারজনেরই করোনা ধরা পড়ে। তারা হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে ফরিদা বেগম ১ জুলাই ভোরে মারা যান।

এসব তথ্য নিশ্চিত করে শুক্রবার (২ জুলাই) সকালে সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস আরো জানান, গত ২৪ ঘন্টায় ১১৩ টি নমুনা পরীক্ষায় আরও মোট ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৮ জন জামালপুর সদরে, ১ জন মেলান্দহে, ৮ জন মাদারগঞ্জে, ৬ জন সরিষাবাড়ীতে, ৪ জন দেওয়ানগঞ্জে ও ৭ জন বকশীগঞ্জে থাকেন।

সর্বশেষ এলাকা ভিত্তিক শনাক্ত: জামালপুর সদর উপজেলার বোষপাড়ায় ২ জন, নয়াপাড়ায় ১ জন, দিগপাইতে ১ জন, বজ্রাপুরে ১ জন, হিরু সড়কে ১ জন, তমালতলায় ১ জন ও মুসলিমাবাদে ১ জন।

মেলান্দহ উপজেলার মেলান্দহ সদরে ১ জন, মাদারগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিসে ১ জন, কোয়ালিকান্দিতে ১ জন, বালিজুড়ী বাজারে ১ জন, গোদাশিমলায় ১ জন, খামার মাগুরায় ১ জম, চর পাকেরদহে ১ জন, মাদারগঞ্জ সদরে ১ জন ও মুসলিমাবাদে ১ জন। সরিষাবাড়ী উপজেলার আরামনগরে ২ জন ও ধানাটায় ৪ জন। দেওয়ানগঞ্জ উপজেলার বানিয়ানির চরে ১ জন, হলকার চরে ১ জন, বীর ভবসুরে ১ জন ও মাদারের চরে ১ জন। বকশীগঞ্জ উপজেলার নামাপাড়ায় ১ জন, পল্লী বিদ্যুতে ৪ জন, মালীরচরে ১ জন ও খুটারচরে ১ জন।

(আরআর/এসপি/জুলাই ০২, ২০২১)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test