E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফ্রী অক্সিজেন নিয়ে ছুটছে তারা

২০২১ জুলাই ০২ ১৮:২৫:৫৪
ফ্রী অক্সিজেন নিয়ে ছুটছে তারা

ঝিনাইদহ প্রতিনিধি : বিনামূল্যে শ্বাসকষ্টে ভোগা রোগীদের অক্সিজেন পৌঁছে দিচ্ছে ‘ঝিনুকদহ ভাষা পরিষদ ও নবগঙ্গা রক্ষা পরিষদ’ নামক ঝিনাইদহের দুটি সামাজিক সংগঠন। 

করোনা থেকে সুস্থ হওয়া তাসলিমা বেগম নামে এক নারী বলেন, হঠাৎ করেই শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছিল। দম যেন বন্ধ হয়ে যাচ্ছিল। সাথে সাথে নবগঙ্গা রক্ষা পরিষদের ফ্রী অক্সিজেন সেবার হেল্প লাইনে ফোন দিই। তারা স্বেচ্ছাসেবক পরাগকে দিয়ে আমার বাসায় অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেন। আল্লাহর রহমতে চার-পাঁচদিন পর সুস্থ হয়ে সিলিন্ডারটি তাদের ফেরত পাঠাই।

স্বেচ্ছাসেবক পরাগ বলেন, দিন- রাত্রি যখনই কেউ অক্সিজেনের জন্য ফোন দেয় তখন আমরা খুব দ্রুত তাদের অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিই। আমরা দিনরাত অসহায় রোগীদের সেবা দিয়ে যাচ্ছি।

স্বেচ্ছাসেবক মাসুম বলেন, এ পর্যন্ত আমরা ১৯ জন রোগীকে সহায়তা করেছি। এদের দুইজন মারা গেছেন।

নবগঙ্গ রক্ষা পরিষদ ও ঝিনুকদহ ভাষা পরিষদের উদ্যোক্তা কেএম সাইরফুজ্জামান শিমুল বলেন, জন্ম-মৃত্যু সৃষ্টিকর্তার হাতে। পৌর মেয়র সাইদুল করিম মিন্টুর সহযোগিতায় আমরা আমাদের সামর্থ্য দিয়ে আপ্রাণ চেষ্টা করছি। এখন পর্যন্ত১১টি সিলিন্ডার প্রস্তুত আছে।আমাদের আরো কিছু সিলিন্ডারের প্রয়োজন আছে ।এজন্য সমাজের বিত্তবানদের এ কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

তিনি আরো বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে ঝিনাইদহ পৌর এলাকায় আমরা অসহায় রোগীদের জন্য ফ্রী অক্সিজেন সেবা অব্যাহত রাখতে চাই।আমাদের এই সেবা পেতে ০১৭১২৬১৭৯৮৮,০১৭১২৬০০৪৭১ এই মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি।

(একে/এসপি/জুলাই ০২, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test