E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

স্বজনেরা ছিলেন ভয়ে, এগিয়ে এলেন চেয়ারম্যান বিপুল

শৈলকূপায় একই পরিবারের তিনজনের করোনায় মৃত্যু

২০২১ জুলাই ০২ ১৯:১০:০৩
শৈলকূপায় একই পরিবারের তিনজনের করোনায় মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকূপায় করোনা আক্রান্ত হয়ে একই পরিবারের তিনজন মারা গেছেন। সবশেষ শুক্রবার (২ জুলাই) সকালে মারা যান সৈয়দ মাহাবুব হোসেন (৬৫)।

এর আগে ২০ জুন মারা যায় তার নাতি জিহাদ (১৪)। এর চারদিন পর ২৪ জুন মারা যান জিহাদের মা রোখসানা বেগম (৪৮)। মাত্র দশ দিনের ব্যবধানে একই পরিবারের তিন সদস্যের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা বলছেন, শুক্রবার সকালে মারা যাওয়ার পর সৈয়দ মাহাবুব হোসেনের মরদেহ পড়ে ছিল ঘরের এক কোণে। পরিবার, আত্মীয়-স্বজন, প্রতিবেশি কেউ ছিলেন না মরদেহের পাশে। কে খুঁড়বে কবর, কে পড়াবে জানাজা, কে করাবে দাফন- কোনো ব্যবস্থাই ছিল না। দাফন কাফনে সাহায্য করার জন্য কেউ ওই বাড়িতে যায়নি। প্রতিবেশিদের চোখ-মুখে আতঙ্কের ছাপ।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জামিনুর রহমান বিপুল বিষয়টি জনার পর মাহাবুব হোসেনের মৃত্যুর খবরটি শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জানান। স্বাস্থ্য বিভাগের কর্মীরা এসে মরদেহ থেকে নমুনা সংগ্রহ করেন।পরে নিজে উপস্থিত থেকে ইসলামিক ফাউণ্ডেশনের সদস্যদের সাথে থেকে জানাজা ও দাফন কাফনের ব্যবস্থা করেন।

শৈলকূপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাশেদ আল মামুন জানান, সংবাদ পাওয়ার পর সৈয়দ মাহাবুব হোসেনের নমুনা নিজ বাড়ি থেকে সংগ্রহ করা হয়। পরে এন্টিজেন পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।

(একে/এসপি/জুলাই ০২, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test