E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লকডাউনে অপ্রয়োজনে বাইরে বের হওয়ায় ৭ জনের জরিমানা

২০২১ জুলাই ০২ ২২:২৪:০৭
লকডাউনে অপ্রয়োজনে বাইরে বের হওয়ায় ৭ জনের জরিমানা

জামালপুর প্রতিনিধি : লকডাউনের কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে অপ্রয়োজনে বাইরে বের হওয়া এবং ঘোরাফেরা করায় ৭ জনকে ৪ হাজার ৫'শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বিভিন্ন পয়েন্টে এই জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেন।

তিনি জানান, চলমান লকডাউনে সরকারি নির্দেশনা অমান্য করে অপ্রয়োজনে বাইরে বের হওয়ায় সংক্রামক ব্যাধি আইনে ৭ জনকে বিভিন্ন হারে ৪ হাজার ৫'শ টাকা জরিমানা জরিমানা করা হয়। সেই সঙ্গে তাদেরকে করোনার ভয়াবহতা সম্পর্কে অবহিত করে বাড়িতে পাঠানো হয়।

তিনি আরও জানান, প্রতিদিনই ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে। লোকজনের অপ্রয়োজনে বাইরে বের হওয়া ঠেকাতে প্রশাসন কঠোর থেকে কঠোরতর হবে।
(আরআর/এএস/জুলাই ০২, ২০২১)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test