E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

চলমান লকডাউনে মানুষশূন্য ফেনীর সড়ক-মহাসড়ক

২০২১ জুলাই ০৩ ১৬:০৪:১৪
চলমান লকডাউনে মানুষশূন্য ফেনীর সড়ক-মহাসড়ক

ফেনী প্রতিনিধি : সারা দেশের ন্যায় ফেনীতে চলছে কঠোর লকডাউন। চলমান লকডাউনকে কার্যকর করতে সেনাবাহিনী, র‌্যাব, বিজিবিসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যদের বিভিন্ন সড়কে চেকপোস্ট স্থাপনসহ টহল বৃদ্ধি পাওয়ায় ফেনীর সড়ক মহাসড়কের তেমন কোন পরিবহন দেখা যাচ্ছেনা। জরুরী প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ ঘর থেকে বের হচ্ছেনা।

এমতাবস্থায় ফেনীর সড়ক-মহাসড়কগুলোতে জনমানবশূন্যতা দৃশ্যমান রয়েছে। দিনভর সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে মাঠে অবস্থান করছেন। স্বাস্থ্যবিধি ও লকডাউন অমান্যকারীদের আইনের আওতায় এনে জরিমানাও করছেন সংশ্লিষ্ট বিচারকরা।

শনিবার (৩ জুলাই) ফেনীর গুরুত্বপূর্ণ সড়ক-মহাসড়ক ঘুরে দেখা যায়, রাস্তার মোড়ে মোড়ে রয়েছে পুলিশের চেকপোস্ট। কিছুক্ষণ পরপরই রাস্তা দিয়ে সচেতনতামূলক মাইকিংক করে যাচ্ছে সেনাবাহিনী, বিজিবিসহ আইনশৃংখলা বাহিনীর টহলরত সদস্যরা। কেউ ঘর থেকে বের হলেই পদেপদে প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। সরকারি অফিস-আদালত ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বন্ধের পাশাপাশি বন্ধ রয়েছে দোকানপাট ও বণিজ্য বিতান। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কসহ উপজেলা সড়কগুলোতেও একই চিত্র দেখা গেছে।

ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মাহমুদ ভূঞা জানান, সকাল থেকে উপজেলার মোহাম্মদআলী বাজার ও মহিপাল এলাকায় তিনি লকডাউন বাস্তবায়নে মাঠে ছিলেন। এ সময়ে লকডাউন অমান্য করে হোটেল খোলা রাখায় ফাইভস্টার ও গাউছিয়া হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন।

ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা জানান, তিনি সকাল থেকে দুপুর পর্যন্ত রানীর হাট, হাসপাতাল মোড এলাকায় লকডাউন বাস্তবায়নের কাজে ছিলেন। এসময় স্বাস্থ্য বিধি ও লকডাউন অমান্য করায় ১২ জনকে জরিমানা করেছেন। এছাড়াও দুপুরের পর থেকে তিনি উপজেলার ফাজিলপুর ও ফরহাদ নগর ইউনিয়নের বিভিন্ন বাজারে লকডাউন বাস্তবায়নে মাঠে রয়েছেন।

ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আজগর আলী জানান, সরকার ঘোষিত সর্বাত্মক ও কঠোর লকডাউন বাস্তবায়নে ফেনীতে পুলিশ, বিজিবি, র‌্যাব ও সেনাবাহিনী তৎপর রয়েছে।

লকডাউন অমান্যকারীদের আইনের আওতায় আনতে ফেনীর সকল উপজেলা নির্বাহী অফিসার ও এ্যাসিল্যান্ডরা মাঠে রয়েছেন। মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি পাওয়ায় তারা ঘর থেকে জরুরী প্রয়োজন ছাড়া বের হচ্ছেনা।

(এন/এসপি/জুলাই ০৩, ২০২১)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test