E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সোনাগাজীতে বর-কনের অভিভাবকদের ১০ হাজার টাকা জরিমানা

২০২১ জুলাই ০৫ ১৫:৩২:০৫
সোনাগাজীতে বর-কনের অভিভাবকদের ১০ হাজার টাকা জরিমানা

ফেনী প্রতিনিধি : ফেনীর সোনাগাজীতে সরকার ঘোষিত কঠোর লকডাউনের বিধিনিষেধ উপেক্ষা করে বিয়ের আয়োজন করায় বর ও কনের অভিভাবকদের পৃথকভাবে ৫০০০ হাজার টাকা করে ১০০০০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেন।

রোববার (৪ জুলাই) দুপুরে সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রামের ছলিম উদ্দিন মুন্সি বাড়িতে এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, সফরপুর গ্রামের হেদায়েত উল্যাহর কন্যা তাহমিনা আক্তার রিয়ার সঙ্গে নবাবপুর ইউনিয়নের মজুপুর গ্রামের ওহিদুর রহমানের ছেলে আবদুর রহিমের বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে দুপুর দুইটার দিকে সোনাগাজী সহকারি কমিশনার (ভূমি)'র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেন একদল সেনা সদস্য ও স্থানীয় ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহিরকে সাথে নিয়ে ঘটনাস্থলে হাজির হন।

এসময় বরের ভাই নূরনবীর ৫০০০ হাজার টাকা এবং কনের নানা জাকারিয়া জহিরুল হাজারীর ৫০০০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট। এসময়ে বর ও কনে পক্ষ থেকে মুছলেকা নেয়া হয়।

অপরদিকে, কঠোর লকডাউনের বিধিনিষেধ লঙ্ঘন করার অপরাধে মোটরবাইক চালক, ব্যবসায়ী ও পথচারী সহ ২৪ জনের কাছ থেকে দিনব্যাপী সোনাগাজী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরো ৩২০০০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন সোনাগাজীর ভ্রাম্যমাণ আদালত।

সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জকির হোসেন অভিযান এবং জরিমানা আদায়ের সত্যতা নিশ্চিত করেছেন।

(এন/এসপি/জুলাই ০৫, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test