E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চলছে ৫ম দিনের কঠোর লকডাউন

নওগাঁয় গত ২৪ ঘন্টায় মৃত্যু ১, নতুন আক্রান্ত ৩১

২০২১ জুলাই ০৫ ১৬:৪৪:৩৭
নওগাঁয় গত ২৪ ঘন্টায় মৃত্যু ১, নতুন আক্রান্ত ৩১

নওগাঁ প্রতিনিধি : কঠোর লকডাউনের পঞ্চম দিন সোমবার নওগাঁ শহরে যানবাহন চলাচল করেনি। প্রধান প্রধান সড়কের গুরুত্বপূর্ণ মোড় সমুহে পুলিশ. সেনা বাহিনী ও বিজিবির কঠোর নজরদারী অব্যাহত ছিল। দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্নভাবে বন্ধ রয়েছে। 

এদিকে নওগাঁয় করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কিছুটা হ্রাস পেয়েছে। রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘন্টায় জেলায় ১ জন মৃত্যুবরন করেছেন। মৃত ব্যক্তি নওগাঁ সদর উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা হলো ৮৯ জন।

নওগাঁর ডেপুটি সিভিলসার্জন ডাঃ মঞ্জুর এ মোর্শেদ জানিয়েছেন, এ সময় ১৯২টি নমুনা পরীক্ষা করে ৩১ ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ সময় নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে এ্যান্টিজেন ১৮৮ জন ও জয়পুরহাট সদর হাসপাতালে ৩ জনের এ্যান্টিজেন পরীক্ষা এবং বগুড়া টিএমএসএস হাসপাতাল পিসিআর ল্যাবে ১ জনের পরীক্ষা করে এই ৩১ ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৬ দশমিক ১৪ শতাংশ। জেলায় আক্রান্তের মোট সংখ্যা হলো ৪ হাজার ৭৩৬ জন।

(বিএস/এসপি/জুলাই ০৫, ২০২১)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test