E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভৈরবে করোনায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা প্রদান

২০২১ জুলাই ০৫ ১৬:৫৪:৪৪
ভৈরবে করোনায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা প্রদান

মিলাদ হোসেন অপু, ভৈরব (কিশোরগঞ্জ) : ভৈরবে করোনায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্রদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে সহায়তা প্রদান করা হয়েছে। 

আজ ৫ জুলাই সোমবার ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের ৭শ হতদরিদ্রদের মাঝে এ ত্রাণ বিতরণের কার্যক্রমের উদ্বোধন করেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা।

এ সময় উপস্থিত ছিলেন, শিমুলকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান যোবায়ের আলম দানিছ।

উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, কঠোর লকডাউনে কর্মহীন হয়ে পড়েছে অনেক হতদরিদ্র পরিবার। কোভিড-১৯ এর কঠোর বিধিনিষেধ প্রতিপালন করতে গিয়ে কর্মহীন হয়ে পড়া পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রতিজনকে ৫শ টাকার মধ্যে চাল, ডাল, তেল, আলুসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

উপজেলার শিমুলকান্দি ইউনিয়ন ও আগানগর ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে বিতরণের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়েছে। প্রতি ইউনিয়নে ৭শ পরিবারের মধ্যে এই সহায়তা প্রদান করা হবে। প্রধানমন্ত্রী এ সহায়তা পৌর শহরেও হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হবে। তবে এ সহায়তা ছাড়াও পবিত্র ঈদুল আযহার আগেই পৌরসভা ও ৭ ইউনিয়নের ১২ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে বিজিএফএ এর চাল প্রদান করা হবে। জনস্বার্থে এই সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

(এম/এসপি/জুলাই ০৫, ২০২১)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test