E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভৈরব দুর্জয় মোড় যেন দুই দেশের সীমান্ত প্রাচীর 

২০২১ জুলাই ০৫ ১৬:৫৭:৪৩
ভৈরব দুর্জয় মোড় যেন দুই দেশের সীমান্ত প্রাচীর 

মিলাদ হোসেন অপু, ভৈরব (কিশোরগঞ্জ) : ভৈরব পৌর শহরের ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড় এলাকা যেন দুই দেশের সীমান্ত এলাকার মতো। দুর্জয় মোড়ের চৌরাস্তায় চারদিক দিয়েই রিকশা, অটো, সিএনজি চলাচল একেবারেই বন্ধ হয়ে পড়েছে।

ভৈরব বাজারে আসা গাড়িগুলো ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে দুর্জয় মোড় একপাশে যাত্রী নামিয়ে দিচ্ছে। অপর পাশে ১শ গজ রাস্তা পায়ে হেটে পার হয়ে বঙ্গবন্ধু সরণিতে এসে অটোতে করে বাজারে ঢুকতে হচ্ছে। একই উপজেলায় এমন চিত্র পথচারীদের হতাশায় ফেলে দিয়েছে। আবার ব্যাটারি চালিত অটোরিকশাগুলো আটকিয়ে দেয়া হচ্ছে। বসার সিট রেখে দেয়া হচ্ছে ব্যাটারি চালিত গাড়িগুলো থেকে। অসহায় হয়ে পড়েছে চালকগুলো।

পথযাত্রী কবির, সুমন, বিল্লাল, রফিক, রহিমা, সুমী, হতাশা হয়ে বলেন, সরকার লকডাউন ঘোষণা করেছে। আবার নিত্যপ্রয়োজনীয় দোকানপাট খুলে দিয়েছে। হাসপাতাল খুলে দিয়েছে, খাবারের প্রয়োজনে ঘর থেকে বের হতে হবে। চিকিৎসার জন্য ঘর থেকে বের হতে হয়। ভৈরবের ভিতরে চলাফেরা করতে গিয়ে যদি এভাবে রিকশা অটো আটকিয়ে দেয়া হয় তাহলে আমরা কিভাবে চলাফেরা করবো।

উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, মানুষ অযথা ঘুরাফেরা করছে। জরুরী প্রয়োজনে যারা কাজে ঘর থেকে বের হচ্ছে তাদের কোনরকম হয়রানি করা হয় না। কিন্তু কিছু মানুষ মোটরসাইকেল, অটো রিকশা করে অযথা ঘুরে বেড়াচ্ছে। সরকারের দেয়া কঠোর বিধিনিষেধ পালনে অযথা ঘুরাফেরাকারীদের আটকিয়ে দেয়া হচ্ছে। করোনা মোকাবেলায় জনগণের স্বার্থেই এই কার্যবিধি পরিচালনা করা হচ্ছে। তবে সরকার ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ ঘোষণা করেছে। তারপরও মানুষের চলাফেরার স্বার্থে কিছু অটোরিকশা চলাচল করতে দেয়া হচ্ছে।

(এম/এসপি/জুলাই ০৫, ২০২১)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test