E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শরীয়তপুরে করোনা উপসর্গ নিয়ে মুক্তিযোদ্ধার মৃত্যু, বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা

২০২১ জুলাই ০৫ ১৬:৫৯:২৬
শরীয়তপুরে করোনা উপসর্গ নিয়ে মুক্তিযোদ্ধার মৃত্যু, বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা

কাজী নজরুল ইসলাম, শরীয়তপুর : আজ সোমবার সকালে শরীয়তপুর সদর হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে একজন বীর মুক্তিযোদ্ধা মৃত্যুবরণ করেছেন। সর্বাত্মক লকডাউন ঘোষণার পর জেলায় দিন দিন বেড়েই চলেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। গত চার দিনে জেলায় ৩ শত ৭৪ জনের নমুনা পরীক্ষায় ১১২ জন আক্রান্ত হয়েছেন।

শরীয়তপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের কাশাভোগ গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ছৈয়াল (৭০) করোনা উপসর্গ নিয়ে আজ সকাল ৭ টায় শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি হলে মাত্র দুই ঘন্টার ব্যবধানে সকাল ৯টায় তিনি মৃত্যুবরণ করেন। নিহতের ছেলে আমির হোসেন ছৈয়াল বলেন, আমার বাবা অনেকদিন জ্বরে ভুগেছেন, বাসায় রেখেই তার চিকিৎসা করলে জ্বর ভাল হয়ে যায়। কিন্তু গত ৩দিন আগে হঠাৎ তার শ্বাসকষ্ট শুরু হয়। অবস্থা খারাপ হলে আজ (সোমবার) সকাল ৭টার সময় তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করি। সকাল ৯টার সময় ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

এবারের সর্বাত্মক লকডাউন শুরু হওয়ার পর জেলায় ১ জুলাই ৩৩ জনের নমুনা সংগ্রহে ৮ জন আক্রান্ত, ২ জুলাই ১৫১ জনের নমুনা সংগ্রহে ৩২ জন, ৪ জুলাই ১৪৫ জনের নমুনা সংগ্রহে ৫৬ জন এবং ৫ জুলাই ৪৫ জনের নমুনা সংগ্রহে ১৬ জন আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েন জেলা সিভিল সার্জন কার্যালয় সংশ্লিষ্ট সূত্র। সূত্রটি আরো জানান, শরীয়তপুর সদর উপজেলায় ৭৪ জন, জাজিরা উপজেলায় ১৩ জন, নড়িয়া উপজেলায় ২৪ জন, ভেদরগঞ্জ উপজেলায় ৩৯ জন, ডামুড্যা উপজেলায় ১৬ জন এবং গোসাইরহাট উপজেলায় ২৭ জন সহ জেলায় মোট ১৯৩ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্য শরীয়তপুর সদর হাসাাতালের আইসোলেশন ওয়ার্ডে ৫ জন করোনা রোগী ভর্তি আছেন। বাকী সবাই বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।

শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: সুমন কুমার পোদ্দার বলেন, সোমবার আব্দুল মজিদ ছৈয়াল নামে একজন বীর মুক্তিযোদ্ধাকে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট সহ করোনা উপসর্গ নিয়ে সকাল ৭টায় হাসপাতালে ভর্তি করা হয়। সকাল ৯টার সময় সে মৃত্যুবরণ করে। আমার জানামতে সে করোনার কোন ভ্যাকসিন গ্রহণ করেননি। ডাক্তার সুমন পোদ্দার আরো জানান, সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ২০টি আসন থাকলেও ১৫ জনের বেশী একসাথে ভর্তি নেয়া সম্ভব হবেনা।

(কেএন/এসপি/জুলাই ০৫, ২০২১)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test