E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অসহায় রঞ্জু খাতুনের পাশে দাঁড়ালেন ইউএনও শাহীন

২০২১ জুলাই ০৫ ১৭:৩৬:৩০
অসহায় রঞ্জু খাতুনের পাশে দাঁড়ালেন ইউএনও শাহীন

ঝিনাইদহ প্রতিনিধি : অবশেষে অসহায় বিধবা রঞ্জু খাতুনের পাশে দাঁড়িয়েছেন ঝিনাইদহ সদর উপজেলা প্রশাসন। এর অংশ হিসেবে সোমবার (৫ জুলাই) ওই নারীর হাতে এক মাসের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

জানা যায়, রঞ্জু খাতুনের স্বামী মারা যাওয়ার পর থেকে সে বিভিন্ন মানুষের বাড়ীতে কাজ করতেন। এখন বয়স হয়েছে। কাজ করতে পারেন না। মাথা গোজার একখণ্ড জমি বা ঘরও নেই তার। পরের জমিতে রঞ্জু খাতুন নাতি-নাতনী নিয়ে বসবাস করেন। অসচ্ছল পরিবার হওয়ায় দিন চলে অর্ধাহারে অনাহারে। রঞ্জু খাতুন তার স্বামী মারা যাওয়ার পর পাগলাকানাই ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বরদের কাছে একাধিকবার ঘুরেও কোন সরকারি প্রণোদনা পাননি। এ নিয়ে দৈনিক বাংলা ৭১ ও উত্তরাধিকার ৭১ নিউজে সংবাদ প্রকাশ হলে বিষয়টি স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে পড়ে।

পরে পত্রিকার জেলা প্রতিনিধি অরিত্র কুণ্ডুর মাধ্যমে ওই নারীর খোঁজ-খবর নিয়ে তার পাশে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেন। এমন পরিস্থিতিতে সোমবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অসহায় রনজু খাতুনের হাতে আনুষ্ঠানিকভাবে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ তুলে দেওয়া হয় এবং বিধবাভাতার কার্ডের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শাহীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন বলেন, অসহায় বিধবা রনজু খাতুনের পাশে দাঁড়ানো এবং তার হাতে কিছু খাদ্য সামগ্রী তুলে দিতে পেরে আমরা খুশি। তার জন্য বিধবা ভাতার কার্ডের ব্যবস্থা করেছি। পরবর্তী প্রকল্পে অগ্রাধিকার দিয়ে তাকে আমরা ঘর প্রদান করবো। তিনি ভালো থাকুক-এটাই আমরা চাই।

(একে/এসপি/জুলাই ০৫, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test