E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে কর্মহীন যৌনকর্মীদের ত্রাণ দিল প্রশাসন

২০২১ জুলাই ০৫ ২০:২৬:১২
জামালপুরে কর্মহীন যৌনকর্মীদের ত্রাণ দিল প্রশাসন

জামালপুর প্রতিনিধি : চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া জামালপুর শহরের রাণীগঞ্জ যৌনপল্লীর দেড় শতাধিক যৌনকর্মীদের ত্রাণ দিল জেলা প্রশাসন।

সোমবার (৫ জুলাই) বিকেলে ওই পল্লীতে এই ত্রাণ বিতরণ করেন জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার আরিফুল ইসলাম, সদর থানার ওসি রেজাউল ইসলাম খান, পৌর কাউন্সিলর রাজিব সিংহ সাহা, ফজলুর রহমান ও বিজু আহমেদ।

ত্রাণ বিতরণকালে পৌর মেয়র বলেন, এই লকডাউনে কেউ না খেয়ে থাকবে না। দরিদ্র-অসহায় মানুষের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ পর্যায়ক্রমে বিতরণ করা হবে। আজ জেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ত্রাণ সামগ্রী আপনাদের হাতে তুলে দেওয়া হলো। এরপর ঈদের আগে পৌরসভার পক্ষ থেকে বিতরণ করা হবে।

তিনি যৌনকর্মীদের স্বাস্থ্যবিধি মেনে বসবাসের পরামর্শ দেন। সেই সঙ্গে যৌনপল্লীর বাড়িঅলাদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, করোনাকালীন সময়ে যৌনকর্মীদের আয়-রোজগার নেই। তাই আপনারা মানবিক কারণে তাদের ঘরভাড়া মওকুফ করবেন যাতে তারা এই কঠিন সময়ে বেঁচে থাকতে পারেন।

(আরআর/এএস/জুলাই ০৫, ২০২১)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test