E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফেনীতে করোনায় আরও দুইজনের মৃত্যু, সর্বোচ্চ শনাক্ত ১২৮ 

২০২১ জুলাই ০৬ ১৮:১০:১৫
ফেনীতে করোনায় আরও দুইজনের মৃত্যু, সর্বোচ্চ শনাক্ত ১২৮ 

নূরুল আমিন খোকন, ফেনী : ফেনীতে গত ২৪ ঘন্টায় ২২১টি কোভিড-১৯ এর নমুনা পরীক্ষা করা হয়েছে যার মধ্যে ১২৮টি পজিটিভ এসেছে, এর মধ্যে ২টি দ্বিতীয় নমুনা। শনাক্তের সংখ্যায় এটিই এ যাবতকালে ফেনীতে একদিনে সর্বোচ্চ রেকর্ড।

নমুনা অনুপাতে শনাক্তের হার ৫৪.৫৪ শতাংশ। একদিনের ব্যবধানে ফেনীতে করোনা আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ জুলাই) জেলা স্বাস্থ্য বিভাগ এসব তথ্য জানায়।

এর আগে গতকাল সোমবার (৫ জুলাই) ১৭৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে যার মধ্যে ১০৭টি পজিটিভ এসেছে। নমুনা পরীক্ষা অনুপাতে শনাক্তের হার ছিল ৫৪.৮৭ শতাংশ। এর আগের দিন রবিবার ২১৯টি নমুনা পরীক্ষা করে ৯৭ জনের করোনা শনাক্ত করা হয়েছিল। শনাক্তের হার ছিল ৪৪.৭৪ শতাংশ।

জেলা স্বাস্থ্যবিভাগ জানায়, নতুন শনাক্তকৃতদের মধ্যে ফেনী সদরে ৬৭ জন, দাগনভূঞায় ৩ জন, সোনাগাজীতে ১৩ জন, ছাগলনাইয়ায় ১৬ জন, পরশুরামে ১১ জন এবং ফুলগাজী উপজেলায় ১৬ জন রোগী রয়েছে।

স্বাস্থ্যবিভাগ জানায়, গতকাল মঙ্গলবার (৫ জুলাই) পর্যন্ত জেলায় মোট কোভিড-১৯ শনাক্তকৃত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯১১ জন। মৃত্যু হয়েছে মোট ৭৯ জনের। আক্রান্তদের মধ্যে ৩ হাজার ৯৭১ জন রোগী সুস্থ হয়েছেন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪৮ জন রোগী। গতকাল পর্যন্ত ফেনীতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৮৩০ জন, যাদের মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন ৭৫৮ জন।

ফেনীতে মোট করোনা শনাক্তকৃত ৪ হাজার ৯১১ জন ব্যক্তির মধ্যে সর্বোচ্চ শনাক্ত হয়েছে ফেনী সদরে ২ হাজার ৩০৯ জন। যা মোট শনাক্তের ৪৭.০১ শতাংশ। শনাক্তের দিকে দ্বিতীয় অবস্থানে রয়েছে দাগনভূঞা উপজেলা। গতকাল পর্যন্ত এ উপজেলায় মোট শনাক্ত হয়েছে ৭৫৬ জন। এর পরের অবস্থানে রয়েছে ছাগলনাইয়া। এ উপজেলায় মোট শনাক্ত হয়েছে ৬৮৪ জন। শনাক্তের দিক দিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে সোনাগাজী উপজেলা, এখানে শনাক্ত হয়েছে ৫১৫ জন। পরশুরামে শনাক্ত হয়েছে ৩৩০ জন, সর্বনিম্ন শনাক্ত হয়েছে ফুলগাজীতে ২৭৬ জন। এছাড়া জেলায় ফেনীর বাইরের রোগী রয়েছেন ৪১ জন।

স্বাস্থ্যবিভাগ জানায়, করোনা আক্রান্ত ব্যক্তিদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭২ জন রোগী। এদের মধ্যে ফেনী জেনারেল হাসপাতালে ৩৮ জন, দাগনভূইয়ায় ১৬ জন, ছাগলনাইয়ায় ১০ জন, পরশুরামে ৪ জন, সোনাগাজীতে ২ জন এবং বেসরকারি হাসপাতালে রয়েছেন ২ জন রোগী।

সংশ্লিষ্টসূত্র জানায়, গতকাল পর্যন্ত করোনা পরীক্ষার জন্য ফেনীতে ২৫ হাজার ৪৪৪টি নমুনা সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে ২৫ হাজার ৪৩৮ টি নমুনার ফলাফল পাওয়া গেছে। মোট নমুনা পরীক্ষার অনুপাতে গড় শনাক্তের হার ১৯.৩০ শতাংশ।

গতকাল পর্যন্ত ফেনীতে টেলিমেডিসিন সেবা নিয়েছেন ৬৬ হাজার ২০৭ জন।

(এনকে/এসপি/জুলাই ০৬, ২০২১)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test