E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লকডাউনে বিপাকে পরিবহন শ্রমিকরা, চান সহযোগিতা

২০২১ জুলাই ০৬ ১৯:১২:১৬
লকডাউনে বিপাকে পরিবহন শ্রমিকরা, চান সহযোগিতা

রাজন্য রুহানি, জামালপুর : চাকা ঘুরলেই টাকা আসে। ঘরে চুলা জ্বলে। চাকা বন্ধ হলেই সংসারে দেখা দেয় অভাব-অনটন। তখন জীবন চালানো দায়। দীর্ঘদিন ধরে এই চাকা বন্ধ থাকার কারণে চরম বিপাকে পড়েছেন জামালপুর জেলার পরিবহন শ্রমিকরা। দিন আনে দিন খায় বলে একদিন রোজগার না করলে পরদিন উপোস অথবা আধপেটা খেয়ে চলে তাদের দিন গুজরান।

চলমান লকডাউনে পরিবহন শ্রমিকরা কর্মহীন হয়ে পড়ায় তাদের খোঁজ রাখেনি কেউ। না পাশে এসে দাঁড়িয়েছে শ্রমিক ইউনিয়নের নেতারা, না পেয়েছে সরকারি-বেসরকারি সাহায্য-সহযোগিতা। খেয়ে না খেয়ে এবং ধারদেনায় ডুবে পরিবার পরিজন নিয়ে কোনোমতে চলছে তাদের জীবন।

মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে জামালপুর শহরের বাসস্ট্যান্ড, পাঁচ রাস্তাসহ বিভিন্ন পয়েন্টে কথা হয় পরিবহন শ্রমিকদের সাথে। তারা জানালেন তাদের কষ্টমাখা জীবনের কথা। সেই সঙ্গে সরকারি-বেসরকারি ত্রাণ সহায়তা চেয়েছেন তারা।

জামালপুর পৌরসভার কাজির আঁখ গ্রামের বাসিন্দা ভাড়ায় ব্যাটারিচালিত রিকশাচালক হেলাল মিয়া (৩৮) বলেন, ‘ঘরো খাওন নাই। আতো (হাতে) টেহাও নাই। না বারাইলে খামু কি? আবার বারাইলেও বিফৎ। মোড়ে মোড়ে পুলিশে ধরে।’

জঙ্গলপাড়া বোর্ডঘরের সিএনজি চালক হুরমুজ আলী (৪৫) বলেন, ‘সরকার আংগরে সায্য দিয়ে লকডাউন দিলে পরিবার নিয়ে বাইছে থাকবের পারতেম। সব মরা মরে আংগরে মুতো গরিবগরের উফ্রে। না পাই সরকারি সায্য, না পাই কারো সযোগিতা।’

কেন্দুয়া কালিবাড়ি গ্রামের অটোচালক রহমত আলী (৫০) বলেন, ঘরে ৬ জন খাওইনে। আমি এলখাই কামাই করি। ভাড়া নিয়া অটো চালাই। দিনে ৩শ টেহা ভাড়া দেওন নাগে। এহন কামাই-ই করমু কই, আর খামুই কী?’

শহরের বেলটিয়া এলাকার বাস ড্রাইভার জয়নাল আবেদীন (৩৫) বলেন, ‘গাড়ি বন্ধ মানে আমগো সবই বন্ধ। গাড়ির চাকা চললে আমগো পেট চলে, ঘরে চুলা জ্বলে, দুই মুঠ পেটভরে খাবার পাই। খুব কষ্টের মধ্যে দিন পার করছি। দেশে করোনা সংক্রমণ বাড়ায় সরকার লকডাউন দিছে। আমরা স্বাস্থ্যবিধি মেনে চলছি। যতদিন লকডাউন প্রয়োজন, থাকুক। কিন্তু লকডাউনের জন্য কি আমরা মরমু?’

কর্মহীন হয়ে পড়া পরিবহন শ্রমিকদের মানবেতর জীবনের কথা জেলা প্রশাসক মুর্শেদা জামানকে জানালে তিনি বলেন, চলমান কঠোর বিধিনিষেধে বন্ধ থাকা পরিবহনগুলোর শ্রমিকদের দ্রুত ত্রাণ সহায়তা দেওয়া হবে।

(আরআর/এসপি/জুলাই ০৬, ২০২১)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test