E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদারীপুরে করোনায় দুইজনের মৃত্যু, আক্রান্ত ৯১ 

২০২১ জুলাই ০৭ ১৮:৩২:৫৭
মাদারীপুরে করোনায় দুইজনের মৃত্যু, আক্রান্ত ৯১ 

অহিদুজ্জামান কাজল, মাদারীপুর : মাদারীপুরে দিনে দিনে করোনা রোগীর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘন্টায় জেলায় নতুন আক্রান্ত হয়েছে ৯১ জন। এর মধ্যে সদরে ৩৬, কালকিনিতে ২৪, রাজৈরে ১৪ এবং শিবচরে ১৭ জন। ২৪ ঘন্টায় রাজৈরে ২ জনসহ জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৩৮জন। এ পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৩৬৫ জন। গত ২৪ ঘন্টায় ২৬জনসহ এ পর্যন্ত সুস্থ্য হয়েছে ২হাজার ৫৪৭ জন। মোট চিকিৎসাধীন ৭৮০জনের মধ্যে হাসপাতালের আসোলেশনে ১৯ জন এবং হোম আইসোলেশনে ৭৬১ জন। বিষয়টি জেলা স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছে।

মাদারীপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলায় গত ২৪ ঘন্টায় প্রাপ্ত ফলাফলে ৯১ জন করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদরে ৩৬, কালকিনিতে ২৪, রাজৈরে ১৪ এবং শিবচরে ১৭ জন নতুন শনাক্ত।

এ পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৩৬৫ জন। উপজেলা ভিত্তিক আক্রান্তের সদর উপজেলায় ১ হাজার ৪৭২, কালকিনিতে ৫১৪, রাজৈরে ৮৯৪ এবং শিবচর উপজেলায় ৪৮৫ জন। মোট পরীক্ষার প্রাপ্ত ফলাফল ২২ হাজার ৯৩১টি। গত ২৪ ঘন্টায় রাজৈরে ২জনসহ জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৩৮ জন।

মাদারীপুর সদর হাসপাতালের করোনা ফোকাল পার্সন ডা. মীর রায়হান বলেন, ‘দিনে দিনে মাদারীপুরে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ৯১ জন আক্রান্ত হয়েছে। আর মারা গেছে ২জন।’

(ওকে/এসপি/জুলাই ০৭, ২০২১)

পাঠকের মতামত:

১৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test