E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বড়াইগ্রাম থানার ‍ওসিসহ ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ২৬

২০২১ জুলাই ০৮ ১৯:৫৩:২৩
বড়াইগ্রাম থানার ‍ওসিসহ ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ২৬

অমর ডি কস্তা, নাটোর : নাটোরের বড়াইগ্রামে করোনা সংক্রমণের হার কমছে না। প্রত্যন্ত গ্রামাঞ্চলের আনাচে-কানাচে এই ভাইরাস ছড়িয়ে পড়ছে। শিশু সহ সব বয়সীরাই করোনায় আক্রান্ত হচ্ছে। বৃহস্পতিবার বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম সহ মোট ২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

আক্রান্ত অন্যান্যরা হলেন, গোপালপুরের শাহনাজ (৪০)/প্রযত্নে: হারুন অর রশিদ, কামারদহের জলি খাতুন (৩৯)/প্রযত্নে: সেলিম রেজা, বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট রাজু আহমেদ (৩৪), পারকোলের সোহরাব হোসেন (৩৫)/ প্রযত্নে: আমজাদ হোসেন ও শরিফা (৪৫)/প্রযত্নে: আব্দুস সাত্তার, আটাইয়ের রকিবউদ্দিন (২৭)/প্রযত্নে: হাশেম সর্দার, লক্ষীকোলের ইমামুল হক নাবিল (১৮)/প্রযত্নে: খাদেমুল ইসলাম, গোপালপুরের ইমাম হাসান (১৬)/প্রযত্নে: নূর মোহাম্মদ, ধানাইদহের রিয়াজুল ইসলাম (৪৪)/প্রযত্নে: মোজাম্মেল হক, বড়াইগ্রামের মঞ্জিল (৯৬)/প্রযত্নে: মৃত জব্বার প্রামাণিক, মাঝগাঁও এর জহুরা (৫৩)/প্রযত্নে: ইয়াকুব আলী, ধামানিপাড়ার মনসুর (৫০)/প্রযত্নে: মৃত বেলাল, মেরিগাছার আইয়ুব আলী (৪০)/প্রযত্নে: আক্কাস আলী, শিবপুরের সোহেল রানা (২৮)/প্রযত্নে: ওসমান, জামাইদীঘার সুলতান (৪৫)/প্রযত্নে: মৃত সাত্তার, সাজ্জাদ (২৫)/প্রযত্নে: সুলতান ও সালাউদ্দিন (৫৬)/প্রযত্নে: আফতাজ। বনপাড়া পৌরসভার মহিষভাঙ্গার জাহিম (৩৮)/প্রযত্নেঃ শহিদুল ও নাহিদ (২৬)/প্রযত্নেঃ কোরবান, মালিপাড়ার হাফিজুর (৩৫)/প্রযত্নেঃ ইব্রাহিম। সাগর কস্তার মোড় এলাকায় বিপ্লব রোজারিও (৩৭)/প্রযত্নেঃ ডমিনিক, আগ্নেশ পেরেরা (৭৯)/প্রযত্নেঃ জন ক্রশ ও পদ্মা দাস (২৩)/প্রযত্নেঃ হৃদয় কস্তা। হারোয়ার ডা. টিপু (৫৬)/প্রযত্নেঃ গোলাম হায়দার। কালিকাপুর পল্লী বিদ্যুৎ কার্যালয় সংলগ্ন সালমা (৩০)/প্রযত্নেঃ বেলাল। এর আগের দিন বুধবার উপজেলায় মোট ৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

(এডি/এএস/জুলাই ০৮, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test