E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিপদে যখন কেউ নেই, তখন পাশে চেয়ারম্যান বিপুল

২০২১ জুলাই ১০ ১৫:৪৩:১৩
বিপদে যখন কেউ নেই, তখন পাশে চেয়ারম্যান বিপুল

অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ : এ এক অন্যরকম বাংলাদেশ। অন্তিম শয্যায়ও আপনজনরা পাশে নেই। জানাজায় প্রিয়জনদের ঢল নেই, প্রিয় মানুষের কোলাহল নেই। বেড়ে ওঠা শৈশব, কৈশোর আর পরিণত বয়সের চিরচেনা মানুষগুলোও যেন অচেনা।

চাইলেও প্রিয় মানুষটিকে শেষবারের মতো একপলক দেখা যায় না। এমন মৃত্যু ও শেষবিদায়ের দৃশ্য কেউ কখনও দেখেনি। যেখানে ভয় ও শঙ্কা স্বজন হারানোর কষ্টকেও ছাপিয়ে গেছে।

মহামারী করোনাভাইরাসে মৃত ব্যক্তির স্বজনদের ভয়, শঙ্কা আর অনিশ্চয়তা যেন পিছু ছাড়ছে না। প্রিয়জনের শেষবিদায়ের দৃশ্য যে কারও হৃদয়ে রক্তক্ষরণের সৃষ্টি করে। অসময়ে চলে যাওয়ার ক্ষণে যখন আপন মানুষজন দূরে থাকছেন তখন মৃতদেহের জানাজা, দাফন ও শেষকৃত্য প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন শৈলকূপা উপজেলার ফুলহরি ইউনিয়নের চেয়ারম্যান জামিনুর রহমান বিপুল। নিজের জীবনের মায়া ত্যাগ করে তিনি করোনায় মৃত ব্যক্তির সৎকারে নির্ভয়ে অংশ নিচ্ছেন।

গত কয়েকদিনে ফুলহরি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে করোনা ও উপসর্গ নিয়ে হিন্দু-মুসলিম ধর্মের প্রায় দশজন ব্যক্তি মারা গেছে। করোনার ভয়ে মৃত ব্যক্তির স্বজেনরা কেউ পাশে থাকছে না তখনই ওইসব এলাকায় গিয়ে নিজ উদ্যোগে মৃতদেহের সৎকার করছেন চেয়ারম্যান বিপুল।

এ বিষয়ে চেয়ারম্যান জামিনুর রহমান বিপুল বলেন, অনেকেই ভীত হয়ে করোনায় মৃত ব্যক্তির কাছে যাচ্ছে না। তাই আমি আমার ইউনিয়নে করোনা ও উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিদের দাফন ও শেষকৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণ করছি। এ সময় তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে দাফন-কাফন শেষকৃত্য করা এবং ভীত না হওয়ার আহ্বান জানান।

(একে/এসপি/জুলাই ১০, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test