E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নারায়ণগঞ্জের ফুড কারখানায় আগুনে শ্রমিক হত্যার বিচার দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন

২০২১ জুলাই ১০ ১৭:০৮:১৭
নারায়ণগঞ্জের ফুড কারখানায় আগুনে শ্রমিক হত্যার বিচার দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে শনিবার (১০ জুলাই) সকালে বাসদ সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সামনে স্বাস্থ্য বিধি মেনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বাসদের আহ্বায়ক কমরেড নব কুমার কর্মকার, ছাত্র ফ্রন্ট সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, শ্রমিক ফ্রন্ট সিরাজগঞ্জ জেলা শাখার নেতা মোতাহার হোসেন, কবির আহমেদ প্রমূখ।

বক্তাগণ বলেন, করোনাকালিন লগডাউনের সময় নিরাপত্তাহীন অবস্থায় ফ্যাক্টরিতে তালাবন্ধ রেখে আগুনে পুড়িয়ে শ্রমিক হত্যা যা কোনভাবেই মেনে নেয়া যায়না। ৫৫ জন শ্রমিককে মর্মান্তিক ভাবেই হত্যার বিচার চেয়ে নেতৃবৃন্দ ঐ মালিকের শাস্তি দাবি করেন এবং সরকারের কারখানা পরিদর্শক কর্মকর্তা যে যথাযথ ভাবে দায়িত্ব পালন না করায় এই ঘটনা ঘটেছে সে জন্যে সেই কর্মকর্তার শাস্তি দাবি সহ ৫৫জন শ্রমিক পরিবার কে ৪০লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি করেন।এবং আহতদের চিকিৎসা সহ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।

(আই/এসপি/জুলাই ১০, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test