E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঝিনাইদহে জনসংখ্যা দিবস উপলক্ষ্যে ভার্চুয়াল সভা

২০২১ জুলাই ১১ ১৭:৪৬:৫৫
ঝিনাইদহে জনসংখ্যা দিবস উপলক্ষ্যে ভার্চুয়াল সভা

ঝিনাইদহ প্রতিনিধি : “প্রজননস্বাস্থ্য ও অধিকার প্রাধান্য পেলে, কাঙ্খিত জন্মহারে সমাধান মেলে” এই শ্লোগানকে প্রতিপাদ্য করে রোববার (১১ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে ঝিনাইদহে এক ভার্চুয়াল সভার আয়োজন করা হয়। 

জেলা প্রশাসন ও পরিবার পরকিল্পনা বিভাগে যৌথভাবে এই ভার্চুয়াল সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন জেলা প্রশাসক মজিবর রহমান।

এছাড়া অন্যান্যের মধ্যে জেলা তথ্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক, জেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বাবুল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আইয়ুব হোসেন রানা, ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল ও বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক আহমেদ। সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহ পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ জাহিদ আহমেদ।

অনুষ্ঠানে ঝিনাইদহ জেলার পরিবার পরিকল্পনা বিভাগের সার্বিক কর্মকান্ড নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়। বক্তরা বলেন, শিশু ও মাতৃমৃত্যুর হার রোধ এবং সরকারের টেকসই উন্নয়ন লক্ষমাত্রা (এসডিজিএস) অর্জনে ঝিনাইদহ পরিবার পরিকল্পনা সাফল্যের দাবী রাখে। এ বিষয়ে বিভাগটি বিভিন্ন সময় পুরস্কার পেয়েছে।

(একে/এসপি/জুলাই ১১, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test