E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাভারে প্রধানমন্ত্রীর সহকারী পরিচয়ে বাড়ি দখলের চেষ্টা, আটক ৬

২০২১ জুলাই ১১ ১৮:৩৭:০১
সাভারে প্রধানমন্ত্রীর সহকারী পরিচয়ে বাড়ি দখলের চেষ্টা, আটক ৬

তপু ঘোষাল, সাভার : ঢাকা জেরার সাভারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী এসাইনমেন্ট অফিসার পরিচয়ে নয় তলা বাড়ি দখল চেষ্টার অভিযোগে ৬ প্রতারককে আটক করেছে পুলিশ।

রোববার (১১ জুলাই) দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম।

এরআগে শনিবার (১০ জুলাই) গভীর রাতে সাভারের টিয়াবাড়ি এলাকায় মঞ্জুআরা বেগম নামে এক নারীর নয় তলা বাড়িতে সাইনবোর্ড ঝুলিয়ে এ দখলের চেষ্টা করে প্রতারকরা।

আটককৃতরা হলেন- রাকিউল ইসলাম, নুর উদ্দিন ওমর, ইসরাফিল, রাজু ইসলাম, হাসান মেহেদী ও মমিন। আটক প্রতারক চক্রের মুল হোতা রাকিউল ইসলামের বাড়ি লালমনিরহাট জেলায় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, শনিবার গভীর রাতে সাভারের টিয়াবাড়ি এলাকায় মঞ্জুআরা বেগম নামের এক নারীর নয় তলা বাড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী এসাইনমেন্ট অফিসার পরিচয় দিয়ে রাকিউল ইসলাম নামের এক প্রতারক অস্ত্রধারী লোকজন সাথে নিয়ে বাড়ি দখলের চেষ্টা করে। এ সময় ওই বাড়িতে সাইনবোর্ড দেয়ারও চেষ্টা করে তারা। রাকিউল ইসলামের পরিচয়ে সন্দেহ হলে এবং ঘটনা বেগতিক দেখে ভুক্তভোগী পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ আসার বিষয়টি টের পেয়ে পালিয়ে যায় প্রতারকরা। রাতেই সাভার মডেল থানায় প্রতারক রাকিউল ইসলামকে প্রধান আসামি ও আরো ছয় জনের নাম উল্লেখ করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন মঞ্জুআরা।

পরে পুলিশ রাত থেকে সকাল পর্যন্ত রাজধানীর ভাটারাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের প্রধান রাকিউলসহ ছয়জনকে আটক করে। রোববার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়। আটকৃতদের কাছ থেকে এসময় দলিল, মোবাইল ফোন, এটিএম কার্ডসহ নানা সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, এই প্রতারক চক্রের সাথে অন্যকেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

(ওএস/এসপি/জুলাই ১১, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test