E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে চলছে ঢিলেঢলা লকডাউন, বেড়েছে লোক সমাগম  

২০২১ জুলাই ১২ ১৪:০১:৩১
বাগেরহাটে চলছে ঢিলেঢলা লকডাউন, বেড়েছে লোক সমাগম  

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে দিন যতো যাচ্ছে ঢিলেঢালা হয়ে পড়ছে করোনা নিয়ন্ত্রণে জারি করা কঠোর লকডাউন। স্বাস্থ্যবিধির কোন বালাই নেই। অলি-গলির খোলা থাকা ছোট দোকানগুলোতে লোকজন দলবেধে আড্ডা দিচ্ছে। শহর, হাট-বাজারসহ সড়কে লোক সমাগম বেড়েই চলেছে। 

সড়কে যন্ত্রচালিত রিক্সা-ভ্যান, ইজিবাইক, নসিমন-করিমন, মহেন্দ্র, মটরসাইকেল, কার ও মাইক্রোবাস চলাচল বেড়েছে। সেনাবাহিনী, নৌবাহিনীসহ আইন-শৃংখলারক্ষা বাহিনী ও ভ্রাম্যমাণ আদালতের গাড়ী দেখলেই অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়া লোকজন আড়ালে চলে যাচ্ছে।

আইন-শৃংখলা বহিনীর সদস্যরা চলে গেলেই লোকজন আবার সড়কে জটলা করছে। চলছে চোর পুলিশ খেলা। এই অবস্থায় বাগেরহাটে লকডাউন বাস্তবায়নে প্রশাসনকে হীমশিম খেতে হচ্ছে। লকডাউন না মানায় জেলায় গত ২৪ ঘন্টায় ১২ টি ভ্রাম্যমাণ আদালত ৪৪টি মামলা দিয়ে ৪৯ জনকে ২৪ হাজার ২০০ টাকা জরিমানা করেছে।

বাগেরহাটে লকডাউনের মধ্যে জেলা সদরসহ ৯টি উপজেলায় আইন-শৃংঙ্খলা বাহিনীর সদস্যরা টহল অব্যাহত রেখেছে। জেলার প্রবেশদ্বারসহ শহরের গুরুত্বপূর্ন পয়েন্টে বসানো হয়েছে চেকপোষ্ট। প্রয়োজন ছাড়া ঘর থেকে বেড় হলেই চেকপোষ্টে আইনশৃংখলা বাহিনীর জেরার মুখে পড়তে হচ্ছে।

(এসএকে/এসপি/জুলাই ১২, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test