E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আশুলিয়ায় র‌্যাবের অভিযানে ৪ ডাকাত আটক

২০২১ জুলাই ১২ ১৯:২৪:৪৫
আশুলিয়ায় র‌্যাবের অভিযানে ৪ ডাকাত আটক

তপু ঘোষাল, সাভার : ঢাকা জেলার সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকা হতে সংঘবদ্ধ ডাকাত দলের ৪ সদস্যকে আটক করেছে র‌্যাব-৪। সোমবার (১২ জুলাই) দুপুরে র‌্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলো, গোপালগঞ্জের মাসুদ মৃধা (৩৩), নারায়নগঞ্জের সোহাগ মোল্লা (২৫), বি-বাড়ীয়ার মাসুদুর রহমান (৩৬) ও গাইবান্ধা জেলার ইউসুফ আলী (৩০)।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, আশুলিয়ার বাইপাইল এলাকায় ডাকাতির উদ্দেশ্যে সংঘবদ্ধ ডাকাতদল অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টার দিকে অভিযান পরিচালনা করে র‌্যাব। এসময় বাইপাইল এলাকা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত কাগজপত্র বিহীন ১টি প্রাইভেটকার, চাকু ও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের ৪ সদস্যকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃতরা সংঘবদ্ধ দুর্ধষ আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য উল্লেখ করে র‌্যাব আরও জানায়, আসামীরা বেশ কিছুদিন ধরে ৮-১০ জনে দলবদ্ধ হয়ে ঢাকা জেলার সাভার, আশুলিয়া, ধামরাইয়ের বিভিন্নস্থানে রাতের অন্ধকারে যানবাহনে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা, মোবাইল, স্বর্ণালঙ্কার প্রভৃতি ডাকাতি করে আসছিলো। ক্ষেত্রবিশেষে ভূক্তভোগীদেরকে তারা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত ও জখম করতো বলেও জানায় র‌্যাব।

(টিজি/এসপি/জুলাই ১২, ২০২১)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test